ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সুপার কাপে নিষিদ্ধ ম্যানইউর বেইলি

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:২২, ২৬ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সুপার কাপে নিষিদ্ধ ম্যানইউর বেইলি

ক্রীড়া ডেস্ক: আন্তর্জাতিক চ্যাম্পিয়নস কাপের ম্যাচে কয়েকদিন আগে রিয়াল মাদ্রিদকে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। নতুন মৌসুম শুরুর আগে স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে আবারও দেখা হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সেরা ক্লাব ম্যানইউর।

ইউরোপিয়ান সুপার কাপের ম্যাচে আগামী মাসে রিয়ালের বিপক্ষে খেলবে ম্যানইউ। তবে গুরুত্বপূর্ণ ওই ম্যাচে ম্যানইউর হয়ে খেলতে পারবেন না দলটির নির্ভরযোগ্য ডিফেন্ডার এরিক বেইলি। উয়েফার তিন ম্যাচের নিষেধাজ্ঞা থাকায় রিয়ালের বিপক্ষে খেলতে পারবেন না তিনি।

মে মাসে ইউরোপা লিগের সেমিফাইনালে সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচে অপেশাদার আচরণের জন্য তাকে মাঠ ছাড়তে হয়েছিল বেইলিকে। ফলে আয়াক্সের বিপক্ষে ফাইনালে ম্যানইউর ২-০ ব্যবধানের জয়ের ম্যাচে নিষিদ্ধ ছিলেন তিনি। ইউরোপিয়ান সুপার কাপে আরও দুই ম্যাচ নিষিদ্ধ থাকতে হবে তাকে। ফলে আগামী ৮ আগস্ট সুপার কাপের ম্যাচে মেসিডোনিয়ার স্কবজিতে রিয়ালের বিপক্ষে মাঠে নামতে পারবেন না আইভরিকোস্টের এ ডিফেন্ডার।

২০১৬ সালে ৩০ মিলিয়ন পাউন্ডে ভিয়ারিয়াল থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন বেইলি। ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটিতে অভিষেক মৌসুমটা ভালোই কাটিয়েছেন ২৩ বছর বয়সি এ তারকা। তবে গত মৌসুমের শেষদিকে উয়েফা সুপার কাপের ম্যাচে অপেশাদার আচরণের আরও দুই ম্যাচ নিষিদ্ধ থাকতে হচ্ছে তাকে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৬ জুলাই ২০১৭/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়