ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

অশ্বিন-জাদেজার যে কীর্তি টেস্ট ইতিহাসে মাত্র তিনবার

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১১, ৬ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অশ্বিন-জাদেজার যে কীর্তি টেস্ট ইতিহাসে মাত্র তিনবার

রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা

ক্রীড়া ডেস্ক : কলম্বো টেস্ট সিরিজও নিশ্চিত করে ফেলেছে ভারত। এতে বড় অবদান রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার।

শ্রীলঙ্কাকে প্রথম ইনিংসে দুইশর আগে অলআউট করতে ৫ উইকেট নেন অশ্বিন। আজ দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়েছেন জাদেজা। দুজনই ভারতের প্রথম ইনিংসে করেছেন ফিফটি।

আর তাতেই টেস্ট ইতিহাসের ১৪০ বছরের ইতিহাসে দারুণ এক কীর্তি গড়াদের ছোট্ট তালিকায় জায়গা করে নিয়েছেন অশ্বিন-জাদেজা। একই টেস্টে একই দলের দুই খেলোয়াড়ের ফিফটি ও ৫ উইকেটের মাত্র তৃতীয় ঘটনা এটি।

কীর্তিটা প্রথম গড়েছিলেন অস্ট্রেলিয়ার জর্জ গ্রিফিন ও আলবার্ট ট্রট, ১৮৯৫ সালে অ্যাডিলেডে ইংল্যান্ডের বিপক্ষে। গ্রিফিন প্রথম ইনিংসে ফিফটি করার পাশাপাশি নিয়েছিলেন ৫ উইকেট। আর ট্রট দ্বিতীয় ইনিংসে ফিফটির পর হাত ঘুরিয়ে নিয়েছিলেন ৮ উইকেট।

১১৬ বছর পর ২০১১ সালে এই কীর্তিতে গ্রিফিন-ট্রটের পাশে বসেন ইংল্যান্ডের টিম ব্রেসনান ও স্টুয়ার্ট ব্রড। ট্রেন্ট ব্রিজে ভারতের বিপক্ষে ম্যাচে ব্রড প্রথম ইনিংসে ফিফটির পর নেন ৬ উইকেট। দ্বিতীয় ইনিংসে ফিফটি ও ৫ উইকেট নেন ব্রেসনান।



রাইজিংবিডি/ঢাকা/৬ আগস্ট ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়