ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ওয়াহকে ছাড়িয়ে পন্টিংয়ের ঠিক পেছনেই কোহলি

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৯, ৬ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ওয়াহকে ছাড়িয়ে পন্টিংয়ের ঠিক পেছনেই কোহলি

বিরাট কোহলির আরেকটি কীর্তি 

ক্রীড়া ডেস্ক : বিরাট কোহলির নেতৃত্বে আরো একটি টেস্ট সিরিজ জিতল ভারত। কলম্বো টেস্ট ইনিংস ব্যবধানে জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে ভারতীয়রা।

এই নিয়ে টানা ৮টি টেস্ট সিরিজ জিতল ভারত। ৮টিই কোহলির অধীনে। কাকতালীয়ভাবে ভারতের এই জয়যাত্রার শুরুটা হয়েছিল ২০১৫ সালে শ্রীলঙ্কাতেই।

টানা সবচেয়ে বেশি টেস্ট সিরিজ জয়ের বিশ্ব রেকর্ডটা যৌথভাবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের। ১৮৮৪ থেকে ১৮৯২ সাল পর্যন্ত টানা ৯টি টেস্ট সিরিজ জিতেছিল ইংল্যান্ড। ২০০৫ থেকে ২০০৮ পর্যন্ত টানা ৯টি টেস্ট সিরিজ জিতে ইংল্যান্ডের রেকর্ডে ভাগ বসায় অস্ট্রেলিয়া।

অধিনায়ক হিসেবে টানা সবচেয়ে বেশি টেস্ট সিরিজ জয়ের রেকর্ডে কোহলি ছাড়িয়ে গেলেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি স্টিভ ওয়াহকে (৭)। কোহলির ওপরে আছেন কেবল আরেক অস্ট্রেলিয়ান গ্রেট রিকি পন্টিং। ২০০৫ থেকে অস্ট্রেলিয়া টানা ৯টি টেস্ট সিরিজ জিতেছিল পন্টিংয়ের নেতৃত্বেই।

কোহলির নেতৃত্বে ভারত ২৮ টেস্টের ১৮টিতে জিতেছে। আর ৪টি টেস্ট জিতলেই তিনি ছাড়িয়ে যাবেন সৌরভ গাঙ্গুলিকে (২১)। ওপরে থাকবেন কেবল মহেন্দ্র সিং ধোনি (২৭)। বিশ্ব রেকর্ডটা গ্রায়েম স্মিথের (৫৩)।    



রাইজিংবিডি/ঢাকা/৬ আগস্ট ২০১৭/পরাগ  

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়