ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

জয় দিয়ে শুভসূচনা আর্সেনালের

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৫৫, ১২ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জয় দিয়ে শুভসূচনা আর্সেনালের

ক্রীড়া ডেস্ক: নতুন মৌসুমের শুরুতেই আর্সেনাল ও লেস্টার সিটি ম্যাচের উত্তাপ ইংলিশ প্রিমিয়ার লিগের সেরাটা আবারও জানান দিয়েছে। ২০১৭-১৮ ইপিএলের অভিষেক ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ে লেস্টার সিটিকে ৪-৩ ব্যবধানে হারিয়েছে আর্সেনাল।

শুক্রবার রাতে ইংলিশ লিগের ম্যাচে অ্যামিরেটস স্টেডিয়ামে লেস্টার সিটিকে আমন্ত্রণ জানিয়েছে আর্সেনাল। এবার আর্সেনালে যোগ দেওয়া আলেকসান্দ্রো লাকাজের অভিষেকটা দারুণ হয়েছে। গানারদের হয়ে খেলতে নেমে ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোল করে সাড়া ফেলে দিয়েছেন ফরাসি তারকা। এ সময় হেডে আসের্নালকে এগিয়ে দেন তিনি।

তবে সমতায় ফিরতে খুব একটা সময় নেয়নি লেস্টার সিটি। দুই মিনিট পরেই হ্যারি ম্যাগুইয়ার কাছ থেকে বল পেয়ে হেডে আর্সেনালের জালে বল পাঠান জাপানের ফরোয়ার্ড শিনজি ওকাজাকি। আক্রমণের ধারা ধরে রেখে ম্যাচের ২৯ মিনিটে জেমি ভার্ডির গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় লেস্টার। তবে বিরতিতে যাওয়ার আগেই ড্যানি ওয়েলব্যাকের গোলে ২-২ ব্যবধান নিয়ে বিশ্রামে যায় আর্সেনাল।

বিরতির পর ম্যাচের ৫৬ মিনিটে নিজের দ্বিতীয় গোলে লেস্টারকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন ইংলিশ স্ট্রাইকার ভার্ডি। ঘরের মাঠে গোল ব্যবধানে পিছিয়ে পড়ে বেপরোয়া হয়ে উঠে আর্সেনাল।

এক পর্যায়ে ৩-২ ব্যবধানে এগিয়ে থেকে জয়ের স্বপ্নই হয়তো দেখতে শুরু করেছিল লেস্টার। কিন্তু শেষ দিকে দুই মিনিটের ব্যবধানে দুই গোল করে সব হিসেব পাল্টে দেয় আর্সেনাল। দুটি গোলই আসে কর্নার থেকে। ম্যাচের ৮৩ মিনিটের কর্নারটি অতিথি দলের খেলোয়াড়রা ঠিকমতো বিপদমুক্ত করতে ব্যর্থ হলে পেয়ে যান গ্রানিত জাকা। তার দারুণ ক্রস ডি-বক্সে ডান দিকে পেয়ে একটু এগিয়ে কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন বদলি নামা অ্যারন র‌্যামজি। এরপর ৮৫ মিনিটে পরের কর্নার থেকে দারুণ এক হেডে বল জালে পাঠিয়ে অলিভিয়ে জিরু স্বাগতিক দর্শকদের উচ্ছ্বাস উপহার দেন। ম্যাচের বাকি সময়ে আর কোনো বিপদ না হওয়ায় ৪-৩ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে আর্সেনাল।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১২ আগস্ট ২০১৭/শামীম/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়