ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

টানা ফিফটিতে রাহুলের ইতিহাস

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪৬, ১২ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টানা ফিফটিতে রাহুলের ইতিহাস

ক্রীড়া ডেস্ক: শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টে হাফ সেঞ্চুরি হাঁকিয়ে ভারতের হয়ে টেস্টে টানা ছয় ফিফটির রেকর্ডে ভাগ বসিয়েছিলেন লোকেশ রাহুল। আজ পাল্লেকেলেতে আরও এক ফিফটিতে ভারতীয় প্রাক্তন ব্যাটসম্যান গুন্ডাপ্পা বিশ্বনাথ ও  রাহুল দ্রাবিড়দের ছয় ফিফটির রেকর্ড ছাড়িয়ে গেলেন রাহুল।

টেস্টে টানা সাত ফিফটিতে এবার সাঙ্গাকারা-চন্দরপলদের কাতারে দাঁড়ালেন ভারতীয় এ ওপেনার।ভারতের টেস্ট ইতিহাসে এর আগে মাত্র দুই ব্যাটসম্যানই টানা ছয়টি হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন। ১৯৭৭-৭৮ সালে প্রথমে গুন্ডাপ্পা বিশ্বনাথ ভারতের হয়ে টেস্টে টানা ছয়টি অর্ধশতক হাঁকান। তার ২০ বছর পর টানা ছয় ফিফটিতে ১৯৯৭-৯৮ সালে বিশ্বনাথের পাশে দাঁড়ান রাহুল দ্রাবিড়। এবার স্বদেশী এই দুই গ্রেটকে ছাড়িয়ে টেস্টে টানা সাত ফিফটিতে ভারতের হয়ে রেকর্ড গড়লেন রাহুল।

টেস্টে টানা সাত ফিফটির রেকর্ড রয়েছে বিশ্বের পাঁচ ব্যাটসম্যানের। এরা হলেন ওয়েস্ট ইন্ডিজের স্যার এভারটন ও শিবনারায়ণ চন্দরপল, জিম্বাবুয়ের অ্যান্ডি ফ্লাওয়ার, শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা এবং অস্ট্রেলিয়ার ক্রিস রজার্স। ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে আজ তাদের পাশে এসে দাঁড়ালেন রাহুল। আজ পাল্লেকেলে টেস্টে ওপেনিংয়ে ব্যাট করতে নেমে ৬৭ বল মোকাবেলা করে ৫০ পূরণ করেন ২৫ বছর বয়সি এ তারকা।

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১২ আগস্ট ২০১৭/শামীম/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়