ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

শেষ প্রস্তুতি শুরু রোববার

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫২, ১২ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শেষ প্রস্তুতি শুরু রোববার

ক্রীড়া প্রতিবেদক: শুক্রবার চট্টগ্রামে প্রস্তুতি ম্যাচের তৃতীয় দিনের খেলা বৃষ্টিতে ভেসে যাওয়ায় রাতেই ক্রিকেটারদের নিয়ে ঢাকায় ফিরেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। আজ বিশ্রামে ছিলেন মুশফিক-মাহমুদউল্লাহরা। 

রোববার থেকে ক্রিকেটারদের নিয়ে মাঠে নেমে নামবেন হাথুরুসিংহে।অস্ট্রেলিয়া সিরিজের শেষ প্রস্তুতি নেয়া শুরু হবে আগামীকাল থেকে।  চট্টগ্রামের ক্যাম্প নিয়ে চন্ডিকা হাথুরুসিংহে সন্তুষ্ট। তবে প্রস্তুতি ম্যাচে বৃষ্টি বাঁধা সৃষ্টি করায় পুনরায় প্রস্তুতি ম্যাচ আয়োজন করতে যাচ্ছে টিম ম্যানেজম্যান্ট। দুদিনের প্রস্তুতি ম্যাচটি হবে মিরপুর শের-ই-বাংলায়। ১৬ ও ১৭ আগস্ট ম্যাচটি হওয়ার কথা রয়েছে।

সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজকে ছাড়া ঢাকায় শেষ অনুশীলন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। দুজন সিপিএল খেলতে ব্যস্ত।  শীঘ্রই ঢাকায় ফিরবেন তারা।  চোখের চোটের কারণে চট্টগ্রামে না যাওয়া মোসাদ্দেক হোসেন আগামীকাল থেকেই অনুশীলনে ফিরছেন। মাশরাফি বিন মু্র্তজা অনুশীলন পর্বে থাকলেও প্রস্তুতি ম্যাচে থাকবেন না।

দুটি টেস্ট ম্যাচ খেলতে আগামী ১৮ আগস্ট ঢাকায় পা রাখবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ২০০৬ সালের পর বাংলাদেশ সফরে এসে অসিরা দুটি টেস্ট ম্যাচ খেলবে। ম্যাচগুলো ঢাকা ও চট্টগ্রামে অনুষ্ঠিত হবে।  মূল ম্যাচে মাঠে নামার আগে সফরকারী দল দুদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে। ম্যাচটি হওয়ার কথা ফতুল্লার খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে।



রাইজিংবিডি/ঢাকা/১২ আগস্ট ২০১৭/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়