ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

নেইমারের অভাব পূরণ করার মতো নয় : জিদান

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০২, ১২ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নেইমারের অভাব পূরণ করার মতো নয় : জিদান

ক্রীড়া ডেস্ক : বার্সেলোনা ছেড়ে প্যারিস সেইন্ট জার্মেইতে যোগ দিয়েছেন নেইমার দ্য সিলভা। তার বিকল্প খেলোয়াড় খুঁজছে কাতালান ক্লাবটি। হয়তো পেয়েও যাবে। কিন্তু রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদান জানিয়েছেন নেইমারের বিকল্প খেলোয়াড় বার্সা পেলেও নেইমারের মতো কেউ হবে না। কারণ, নেইমারের অভাব পূরণ করার মতো নয়।

জিদান বলেন, ‘বার্সার হয়ে নেইমারের পজিশনে যেকেউ খেলতে পারে। নেইমারের স্থলাভিষিক্ত হতে পারে। কিন্তু নেইমারের মতো কেউ হবে না। নেইমার খুবই ভালো খেলোয়াড়। তার মতো খেলোয়াড় ফুটবল বিশ্বে খুব বেশি নেই।’

নেইমারের চলে যাওয়া বার্সেলোনার খেলার ধরনে কোনো পরিবর্তন আসবে কিনা। এ বিষয়ে জিদান বলেন, ‘আমরা জানি বার্সেলোনা কেমন খেলে। তাদের খেলা ধরনে হয়তো পরিবর্তন হবে না। তাদের পরিকল্পনারও পরিবর্তন হবে না। তবে নেইমারের অভাব পূরণ করার মতো নয়। তার বিকল্প হয় না। হয়তো অন্য একজন খেলোয়াড় তার স্থলে ভালো খেলবে। কিন্তু আমরা যদি মনে করি পরের দিনটি সহজ হবে, তাহলে আমাদের ধারণা ভুল।’



রাইজিংবিডি/ঢাকা/১২ আগস্ট ২০১৭/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়