ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

অস্ট্রেলিয়ার স্পিনারদের সাফল্য

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৬, ১৬ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অস্ট্রেলিয়ার স্পিনারদের সাফল্য

ক্রীড়া ডেস্ক: ডারউইনে প্রস্তুতি ম্যাচের শেষ দিনে বড় সাফল্য পেয়েছেন অস্ট্রেলিয়ার স্পিনাররা। বাংলাদেশ সফরে আসা অ্যাস্টন অ্যাগার ও নাথান লায়ন বল হাতে পেয়েছেন উইকেট। এছাড়া স্পিনার  উপেক্ষিত হল্যান্ডও পেয়েছেন সাফল্য।

সব মিলিয়ে বুধবার ডারউইনে দাপট দেখিয়েছে স্পিনাররা। বাংলাদেশ সফরে এ আত্মবিশ্বাস নিশ্চিতভাবেই কাজে দিবে অসি স্পিনারদের।  বাংলাদেশ সফরে সেরা পারফরম্যান্স পেতে ঢাকা ও চট্টগ্রামের মতো স্পিন সহায়ক উইকেট বানিয়ে ক্রিকেটারদের প্রস্তুতির সুযোগ করে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। স্পিনাররা প্রথম দুদিন বড় সফল্য না পেলেও শেষ দিনে ঝলক দেখিয়েছেন।  শেষ দিনের ১৫ উইকেটের মধ্যে ১০ উইকেট পেয়েছেন স্পিনারা। অ্যাগার ৫৫ রানে ৪টি এবং লায়ন ২৬ রানে ২ উইকেট নেন। বাংলাদেশ সফরের স্কোয়াডে না থাকা হল্যান্ড পেয়েছেন ৪ উইকেট।

আগের দিন ট্রাভিস হেড ১০৪ রানে  অবসরে যান। ওয়ার্নার একাদশ ৯ উইকেটে ১৮১ রানে ইনিংস ঘোষণা করে।  পরবর্তীতে স্টিভেন স্মিথের একাদশ গুটিয়ে যায় ১৪২ রানে। গ্লেন ম্যাক্সওয়েল এবং মিচেল সোয়েপসন ৩১ করে রান করেন।

স্কোর: ডেভিড ওয়ার্নার একাদশ ৬-৩৬০ এবং ৯-১৮১

স্টিভ স্মিথ একাদশ ৬-১৮১ এবং ১৪২

ফলাফল: ২১৮ রানে জিতেছে ডেভিড ওয়ার্নার একাদশ।



রাইজিংবিডি/ঢাকা/১৬ আগস্ট ২০১৭/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়