ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বাস্তবতা বোঝালেন মিরাজ

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৩, ১৬ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাস্তবতা বোঝালেন মিরাজ

ক্রীড়া প্রতিবেদক : আন্তর্জাতিক ক্রিকেট স্বপ্নের মতো অভিষেক হয়েছিল মেহেদী হাসান মিরাজের। ধুমকেতুর মতো এসে রাঙিয়ে তুলেছিলেন বাংলাদেশের ক্রিকেটকে। ইংল্যান্ডের বিপক্ষে দুই টেস্টে ১৯ উইকেট নিয়ে অকল্পনীয় সাফল্য দিয়েছিলেন। ঘরের মাঠে অভিষেকের পর নিউজিল্যান্ড, ভারত ও শ্রীলঙ্কা সফরে ছিলেন মিরাজ। 

এবার ঘরের মাঠে মিরাজের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ক্রিকেট বিশ্বের অন্যতম পরাশক্তি অস্ট্রেলিয়ার বিপক্ষে মিরাজের কাছ থেকে একই পারফরম্যান্সের প্রত্যাশা সকলের। কিন্তু মিরাজ বাস্তবতা বোঝালেন খুব সহজেই। সাফ জানালেন, ওই রকম পারফরম্যান্স ক্যারিয়ারে একবার-দুইবার হয়। তাই ওরকম পারফরম্যান্স প্রত্যাশা না করাই ভালো!

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে অংশ নিয়ে মঙ্গলবার দেশে ফিরেছেন মিরাজ। বুধবার দলের সঙ্গে অনুশীলন করেন তরুণ তুর্কী। মিরপুরে অনুশীলন শেষে মিরাজ বলেন, ‘আমি আগের সিরিজগুলোতে যেভাবে পারফরম্যান্স করেছি ঠিক সেভাবেই এবার করতে চাই। ইংল্যান্ডের বিপক্ষে যেটা হয়েছে সেটা সব সময় করা সম্ভব না। ক্যারিয়ারে একবার-দুইবার হতে পারে। আবার এরকম নাও হতে পারে। ওটা অপ্রত্যাশিত।’



অভিষেকের আগে মিরাজের পারফরম্যান্স নিয়ে কাঁটা-ছেড়ার সুযোগ পায়নি ইংলিশরা। কিন্তু এখন মিরাজের পারফরম্যান্স বেশ ভালোভাবেই মূল্যায়ন করতে পারছে অন্যান্য দলগুলো। অস্ট্রেলিয়াও ব্যতিক্রম নয়। ডারউইনে স্পিন সহায়ক উইকেটে ১০ আগস্ট থেকেই অনুশীলন করছে অসিরা। ডানহাতি স্পিনার নাথান লায়ন প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় ওভারেই বোলিংয়ে আসেন। পাশাপাশি বাঁহাতি স্পিনার অ্যাস্টন অ্যাগার এবং লেগ স্পিনার সোয়েপসন একাধারে বোলিং করে গেছেন। বুঝতে বাকি নেই যে, স্পিন অ্যাটাকে শতভাগ প্রস্তুত হয়েই আসছে ওয়ার্নার, স্মিথরা। সাফল্য পেতে মিরাজ, সাকিবদের বেগ পেতে হবে তা বলার অপেক্ষা রাখে না।

তবুও স্বপ্ন দেখালেন মিরাজ। বললেন, ‘আমাদের দেশের মাটিতে খেলা। চেষ্টা করব সর্বোচ্চটা দিয়ে সেরা সাফল্য পেতে। সাকিব ভাই, তাইজুল ভাই আছেন... দলের অন্যান্যরা যারা আছেন সবাই যার যার পজিশন থেকে যদি ভালো কিছু করে তাহলে ভালো কিছু করা সম্ভব।’

নিজের পরিকল্পনা নিয়ে মিরাজ বলেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে পারা একটা বড় সুযোগ। প্রত্যাশা থাকবে ভালো কিছু করার। দলের যে প্রয়োজন সেটা ফুলফিল করার চেষ্টা করব। একটা-দুইটা উইকেট কিংবা ভালো সময়ে ব্রেক থ্রু এনে দিয়ে যদি সাফল্য দিতে পারি তাহলে আমার এবং দলের জন্য ভালো হবে। এগুলোতেই ফোকাস করছি।’

অস্ট্রেলিয়া সিরিজের জন্য কোনো লক্ষ্য ঠিক করছেন না মিরাজ। বাড়তি কোনো উচ্চাকাঙ্খাও নেই। বাস্তববাদী মিরাজ চাহিদা অনুযায়ী পারফরম্যান্স করাটাকেই লক্ষ্য হিসেবে বেছে নিয়েছেন।
 



রাইজিংবিডি/ঢাকা/১৬ আগস্ট ২০১৭/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়