ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

মৌসুমের শুরুতেই গ্রিজমানের লাল কার্ড

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৪১, ২০ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মৌসুমের শুরুতেই গ্রিজমানের লাল কার্ড

ক্রীড়া ডেস্ক: নতুন মৌসুমের শুরুর ম্যাচটি হয়তো ভুলে যেতে চাইবেন অ্যাটলেটিকো মাদ্রিদের স্টাইকার আঁতোয়ান গ্রিজমান। লা লিগায় নতুন দল জিরোনার বিপক্ষে ২-২ ব্যবধানে ড্রয়ের ম্যাচে লাল কার্ড দেখেন অ্যাটলেটিকো আক্রমণভাগের সেরা এ তারকা।

শনিবার রাতে প্রতিপক্ষের মাঠ মোন্টলিভিতে শুরুতে গোল হজম করে পিছিয়ে পড়ে অ্যাটলেটিকো। ম্যাচের প্রথমার্ধে স্বাগতিকদের বিপক্ষে ২-০ ব্যবধানে পিছিয়ে ছিল তারা। বিশ্রাম শেষে মাঠে ফিরেও আধিপত্য ধরে রেখে খেলতে থাকে জিরোনা। তবে দ্বিতীয়ার্ধের ৭৮ মিনিটে কোরেরা ও ৮৫ মিনিটে জিমিনেজের গোলে ২-২ ব্যবধানে সমতা নিয়ে মাঠ ছাড়তে সক্ষম হয় অ্যাটলেটিকো।

ম্যাচের ৬৬ মিনিটে জিরোনার গোর্কা ইরাইজোজকে ট্যাকেল দেওয়ার সময় ডাইভ দেওয়ায় হলুদ কার্ড দেখেন গ্রিজমান। তবে রেফারির ওই সিদ্ধান্ত মেনে নিতে না পারায় কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি। রেফারির সিদ্ধান্তে প্রতিবাদ ও মতবিরোধের জন্য দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে তাকে। লা লিগায় রিয়াল সোসিয়েদাদ এবং অ্যাটলেটিকোয় ২৫৩ ম্যাচে এই প্রথম লাল কার্ড দেখলেন ফরাসি স্ট্রাইকার গ্রিজমান।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২০ আগস্ট ২০১৭/শামীম/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়