ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

রাতে মাঠে নামছে বার্সা ও রিয়াল

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:০৩, ২০ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাতে মাঠে নামছে বার্সা ও রিয়াল

ক্রীড়া ডেস্ক: স্প্যানিশ লা লিগায় মৌসুমের প্রথম ম্যাচে আজ মাঠে নামছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠ ন্যু ক্যাম্পে রিয়াল বেতিসের মুখোমুখি হবে বার্সেলোনা। অপর ম্যাচে দেপোর্তিভো লা করুনার মাঠে অতিথি হিসেবে খেলতে যাবে লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।

মৌসুমের প্রথম লিগ ম্যাচেই আজ মেসির সামনে নতুন চ্যালেঞ্জ। নেইমার ক্লাব ছাড়ার পর এবারের মৌসুমের শুরুতেই ছন্নছাড়া বার্সেলোনা। স্প্যানিশ সুপার কাপে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে বড় ব্যবধানে হেরে শিরোপা বিসর্জন দিয়েছে কাতালান ক্লাবটি। নতুন কোচ আরনেস্তো ভালভার্দের অধীনে নেইমারের অভাব পূরণ করতে এমনিতেই হিমশিম খাচ্ছিল বার্সা। তার ওপর সুপার কাপের দ্বিতীয় লেগে আক্রমণভাগের নির্ভরযোগ্য অপর তারকা লুইস সুয়ারেজকে হারায় ক্লাবটি। সান্তিয়াগো বার্নাব্যুতে হাঁটুতে চোট পেয়ে এক মাসের জন্য মাঠের বাইরে ছিটকে পড়েছেন উরুগুয়াইন এ তারকা। তাই লা লিগার শুরুতে আজ একাই বার্সাকে উদ্ধারের দায়িত্ব নিতে হবে মেসিকে।
 


স্প্যানিশ সুপার কাপের শেষ দুই ম্যাচে পর পর হেরে বার্সেলোনার আত্মবিশ্বাস এখন প্রায় তলানিতে। মৌসুমের শুরুর ধাক্কা সামলিয়ে আজ কাতালান ক্লাবটির সামনে ঘুরে দাঁড়ানোর পালা। ঘরের মাঠে আজ বাংলাদেশ সময় সোয়া বারোটায় রিয়াল বেতিসকে আমন্ত্রণ জানাবে মেসি-ইনিয়েস্তা-রাকিতিচরা।

অন্যদিকে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতে গত মৌসুমটি বেশ দুর্দান্তভাবেই শেষ করেছিল রিয়াল মাদ্রিদ। এবার মৌসুমের শুরুতে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সাকে হারিয়ে সুপার কাপের শিরোপা তাদের আত্মবিশ্বাসের পালে বাড়তি হাওয়া দিয়েছে। তবে লা লিগা মৌসুমের শুরুতেই আজ খেলতে পারছেন না দলটির বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। বার্সার সঙ্গে স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগে লাল কার্ড ও রেফারিকে ধাক্কা দেওয়ায় পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞায় রয়েছেন পর্তুগিজ সুপারস্টার। তারপরও দেপোর্তিভোর মাঠে জিতে মৌসুমের শুরুটা রাঙিয়ে নেওয়ার প্রত্যাশা থাকবে বেল-বেনজেমা-টনি ক্রুসদের।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২০ আগস্ট ২০১৭/শামীম/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়