ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

পারফরম্যান্স হচ্ছে সবকিছুর মেডিসিন: নাসির

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৬, ২০ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পারফরম্যান্স হচ্ছে সবকিছুর মেডিসিন: নাসির

ক্রীড়া প্রতিবেদক: নিজের পারফরম্যান্স মূল্যায়ন করে নাসির নিজেরই ব্যক্তব্য,‘আমার ক্যারিয়ারে অনেক কিছু ভুল ছিল। আমি চাইলে আরও বড় বড় রান করতে পারতাম। একটু ক্যাজুয়াল ছিলাম। তবে এখন অনেক কিছুরই পরিবর্তন হয়েছে।’

একটু দেরিতে হলেও নাসির বুঝেছেন যেভাবে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করেছিলেন সেই অ্যাপ্রোচ এখন আর চলবে না! জাতীয় দলে থাকতে হলে হতে হবে সিরিয়াস, করতে হবে পারফরম্যান্স। যেনতেন পারফরম্যান্স নয় আবার, ম্যাচজয়ী পারফরম্যান্স করেই দলে টিকতে হবে। অন্যথায় আবারও দলের বাইরে!

ঘরোয়া ক্রিকেটে গত মৌসুম ভালো করায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ঢাকা টেস্টে ডাক পেয়েছেন নাসির। ঘরোয়া ক্রিকেটের মতো জাতীয় দলেও নাসির পারফর্ম করতে চান নিজের পরিকল্পনায়। আত্মবিশ্বাসী নাসির বলেছেন,‘জাতীয় লিগ খেলেছি, বিসিএল খেলেছি সেখানে আমার নিজের কিছু পরিকল্পনা ছিল। সেই পরিকল্পনাতে আমি সফল হয়েছি, আমি রান করেছি। তেমন পরিকল্পনা জাতীয় দলের জন্য করব। হয়তো এখানে কন্ডিশন খানিকটা ভিন্ন হয়। খেলার পরিবেশ আলাদা থাকে। তবে আমি যে পরিকল্পনা করবসেই পরিকল্পনাতেই আমি থাকব।’

ঘরোয়া ক্রিকেটে উপরের দিকে ব্যাটিং করলেও জাতীয় দলে নাসিরকে ব্যাটিং করতে হবে লোয়ার অর্ডারে। সাত নম্বরে ব্যাটিংয়ে নামতে হতে পারে তাকে। সেই জায়গায় নিজেকে কতটুকু মানিয়ে নিতে পারবেন নাসির? ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগে দুই ইনিংসে পাঁচে এবং এক ম্যাচে ছয়ে এবং বাংলাদেশ ক্রিকেট লিগে পাঁচ, ছয় এবং সাত নম্বরেও ব্যাটিং করেছেন নাসির। 

নিজের ব্যাটিং পজিশন নিয়ে নাসিরের ভাষ্য,‘আমি যতটুকু বুঝছি যদি খেলার সুযোগ হয় ৬ কিংবা ৭ নম্বরে খেলব। এই সময়ে আরও দুইজন ব্যাটসম্যান থাকে। বাকি যারা থাকে তারা টেল অ্যান্ডার।  আমার সঙ্গে যখন দুইজন ব্যাটসম্যান থাকবে তখন চেষ্টা করব ইনিংসটাকে বড় করার। বোলাররা চলে আসলে চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব কিছু রান স্কোরবোর্ডে যোগ করার।’

যেখানেই খেলুক নাসিরের একমাত্র মন্ত্র এখন উপভোগ করা। উপভোগের মন্ত্র পেয়েছেন বলে বাড়তি চিন্তা, চাপ মাথায় আসে না তার। একটাই লক্ষ্য পারফর্ম করা। তাইতো সংবাদ সম্মেলন শেষ হওয়ার আগে বললেন,‘পারফরম্যান্সই হচ্ছে শেষ কথা। এটা ছাড়া কোথাও টিকে থাকার সুযোগ নেই। পারফরম্যান্স হচ্ছে সবকিছুর মেডিসিন।’

ক্যাজুয়াল নাসির বুঝতে পেরেছেন তার করণীয়। তাইতো সামনের দিনগুলোতে আর ক্যাজুয়াল না থেকে সিরিয়াস হওয়ার প্রত্যায় তার। 



রাইজিংবিডি/ঢাকা/২০ আগস্ট ২০১৭/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়