ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

যেভাবে দলে ফিরলেন মুমিনুল

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৭, ২০ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যেভাবে দলে ফিরলেন মুমিনুল

মুমিনুল হক

ক্রীড়া প্রতিবেদক : মুমিনুল হককে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দল থেকে বাদ দেওয়ার পর আলোচনা-সমালোচনা বহুদূর গড়ায়। প্রধান নির্বাচক ও কোচের যে ব্যাখ্যা, তা মেনে নিতে পারেনি কেউই! ব্যাটিং গড়ে দেশের সেরা টেস্ট ব্যাটসম্যানকে বাদ দেওয়ায় বেশ সমালোচিত হয়েছেন তারা।

তবে একদিনের ব্যবধানে আবার । বিসিবি সভাপতি নাজমুল হাসান রোববার বিকেলে জানিয়েছেন, মুমিনুল হক মোসাদ্দেক হোসেন সৈকতের জায়গায় দলে ফিরছেন। চোখের সমস্যার কারণে মোসাদ্দেককে সরিয়ে নেওয়া হয়েছে।

মোসাদ্দেকের চোখের সমস্যায় মুমিনুলের কপাল খুললেও দিনভর মুমিনুলকে নিয়ে বিসিবির কার্যালয় ছিল উত্তাল! শেষ পর্যন্ত মুমিনুল ইস্যুতে মাথা ঘামাতে হয় বোর্ড সভাপতিকে। এদিনই কোচ চন্ডিকা হাথুরুসিংহে এবং প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীনের সঙ্গে বৈঠক করেন নাজমুল। সেখানে ছিলেন ক্রিকেট অপরারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খানও। এ ছাড়া গত রাতে সিনিয়র ক্রিকেটারদের নিয়েও বসেন বোর্ড সভাপতি।

ভেতরের খবর, বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল মুমিনুল হককে যে করেই হোক দলে অন্তর্ভুক্ত করতে হবে! প্রয়োজনে ১৪ জনের দল ১৫ জনে পরিণত করে নতুন দল ঘোষণা করা হবে। এর কিছুটা ইঙ্গিত বোর্ড সভাপতিও দিলেন, ‘মুমিনুল হককে যদি স্কোয়াডে রাখত, তাহলে আমি তো কোনো সমস্যা দেখি না। উদাহরণ হিসেবে বলছি, ১৪ জনের জায়গায় ১৫ জন করে দিলেই তো হতো। মুমিনুলের মতো খেলোয়াড় স্কোয়াডে নেই দেখতেও তো যেকোনো লোকের খারাপ লাগবে। সব ক্রিকেটপ্রেমীদের খারাপ লেগেছে। আমরা এই বিতর্কে যাব কেন? ১৫ জনের দল করে মুমিনুলকে রেখে দিলেই হতো।’

বৈঠকে আলোচনা হয় মোসাদ্দেক হোসেন সৈকতের চোখের সমস্যা নিয়েও। বোর্ড সভাপতি সেখানেই সিদ্ধান্ত দেন, মোসাদ্দেককে বিশ্রাম দিয়ে মুমিনুলকে দলে নেওয়া হোক। এ নিয়ে পরবর্তীতে নির্বাচক এবং কোচ কেউই আপত্তি করেননি। ভবিষ্যতের চিন্তায় মোসাদ্দেককে বিশ্রাম দেওয়া হয়েছে এবং প্রথম টেস্টের দলে হয়েছে মুমিনুল হককে।

জানা গেছে, শনিবার রাতে দলের সিনিয়র ক্রিকেটাররাও মুমিনুল হককে দলে নিতে বিসিবি সভাপতিকে অনুরোধ করেন। ক্রিকেট বোর্ডের প্রধান স্পষ্ট বলেছেন, ‘মুমিনুল হক কোনোভাবেই দলে না থাকার মতো ক্রিকেটার নন। পরিকল্পনার কারণে একাদশে না থাকতে পারে, কিন্তু ১৪ দলের থাকবে না; সেটা মানা কঠিন।’

মুমিনুলকে কেন বাদ দেওয়া হয়েছিল, এমন প্রশ্নের উত্তরে নাজমুল হাসান তিনটি কারণ উল্লেখ করে বলেন, ‘এই সিরিজের জন্য মুমিনুল পরিস্থিতির শিকার হয়ে গেছে।’

তিনটি কারণ...
প্রথমত, ‘ওরা একটা পরিকল্পনা করেছে। সেই পরিকল্পনায় ওকে নিয়ে কোনো ভুল নেই। সমস্যা হয়ে গেছে একটা পজিশন নিয়ে। ওদের পরিকল্পনায় ওই পজিশনে যে সেরা তাকেই নিয়েছে।’

দ্বিতীয়ত, ‘সাম্প্রতিক পারফরম্যান্স যাদের ভালো তাদেরকে বাদ দিতে চাচ্ছে না। এ জায়গায় মুমিনুল পিছিয়ে।’

তৃতীয়ত, ‘আমরা শেষ টেস্টটি যে দল নিয়ে খেলেছিলাম মোটামুটি ওই দলটাকে ইনটেক রাখতে চাচ্ছে।’



রাইজিংবিডি/ঢাকা/২০ আগস্ট ২০১৭/ইয়াসিন/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়