ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

লেম্যানের ভাবনায় বাংলাদেশের টপ অর্ডার

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৬, ২১ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
লেম্যানের ভাবনায় বাংলাদেশের টপ অর্ডার

ড্যারেন লেম্যান

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশের ব্যাটসম্যানদের প্রশংসা করেছেন অস্ট্রেলিয়া কোচ ড্যারেন লেম্যান। অস্ট্রেলিয়াকে সাফল্য পেতে হলে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানদের দ্রুত ফেরাতে হবে বলে মনে করেন অসি কোচ।

সোমবার মিরপুরে লেম্যান বলেছেন, ‘তাদের (বাংলাদেশ) ব্যাটিং লাইনআপের তলানি পর্যন্ত দারুণ কিছু ব্যাটসম্যান আছে। দেশের মাটিতে তাদের রেকর্ড বেশ ভালো। তারা ইংল্যান্ডের বিপক্ষে ভালো করেছে। তাদের টপ অর্ডারের ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ। সুতরাং আমাদের নতুন বলে দ্রুত আক্রমণ করতে হবে।’

‘উইকেট অবশ্যই স্পিন করবে এবং সম্ভবত রিভার্স সুইংও হবে। তাদের গভীরতা বেশ, দেশের মাটিতে বেশ ভালো দল। ভারতেও আমরা শুরুতে আক্রমণ করেছিলাম, কিন্তু সিরিজ হেরেছি। আমাদের চ্যালেঞ্জ এখন দেশের বাইরে সিরিজ জয়’- বলেন অসি কোচ।

টেস্টের আগের ফতুল্লায় নির্ধারিত দুই দিনের প্রস্তুতি ম্যাচটা শেষ পর্যন্ত বাতিল হয়ে গেছে। বৃষ্টির কারণে ঠিক সময়ে মাঠ প্রস্তুত করতে পারেনি বিসিবি। দূরত্বের কারণে অস্ট্রেলিয়াও বিকেএসপিতে গিয়ে খেলতে রাজি হয়নি। তবে প্রস্তুতি ম্যাচ আয়োজন করতে না পারার জন্য বিসিবির দায় দেখছেন না লেম্যান, ‘আমাদের ম্যাচ খেলানোর জন্য বিসিবি দারুণ চেষ্টা করেছে। কিন্তু টানা বৃষ্টিতেই ঝামেলাটা হলো।’

প্রস্তুতি ম্যাচ ভেস্তে গেলেও মিরপুরে দারুণ টেস্ট ম্যাচের আশায় অস্ট্রেলিয়া কোচ, ‘আমি এখনো মিরপুরের উইকেট দেখিনি। সাধারণত ভালো উইকেটই হয়। বৃষ্টি না হলে ভালো আউটফিল্ড পাওয়ার আশায় আছি। তারা অনেক চেষ্টা করছে। আশা করছি, এটা শুষ্ক হবে এবং আমরা উত্তেজনাপূর্ণ একটা টেস্ট ম্যাচ পাব।’

মিরপুরে সর্বশেষ টেস্ট ম্যাচটা তিন দিনের শেষ হয়ে গিয়েছিল। গত বছরের অক্টোবরে সে ম্যাচে ইংল্যান্ডকে প্রথমবারের মতো টেস্টে হারিয়েছিল বাংলাদেশ। এমন কম দৈর্ঘ্যের ম্যাচ নাকি অনেক সময় উত্তেজনাপূর্ণ হয় বলে মনে করেন লেম্যান, ‘আমরা ভারতেও তিন দিনের ম্যাচ পেয়েছি। অনেক সময় কম দৈর্ঘ্যের ম্যাচ অনেক উত্তেজনাপূর্ণ হয়। আমরা এটার জন্য প্রস্তুত। তবে ঐতিহ্যগতভাবে এখানে ভালো উইকেটই হয়।’



রাইজিংবিডি/ঢাকা/২১ আগস্ট ২০১৭/পরাগ 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়