ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

গেইল-লুইসের ব্যাটে প্লে-অফে প্যাট্রিয়টস

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৩৮, ২২ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গেইল-লুইসের ব্যাটে প্লে-অফে প্যাট্রিয়টস

ফিফটি করার পথে শট খেলছেন ক্রিস গেইল

ক্রীড়া ডেস্ক : আগের দিনই বড় সুখবর পেয়েছেন। প্রায় আড়াই বছর পর ওয়েস্ট ইন্ডিজের । পরদিনই ব্যাট হাতে ঝড় তুললেন ক্রিস গেইল। ঝড় তুললেন এভিন লুইসও। এই দুজনের নৈপুণ্যে জ্যামাইকা তালাওয়াসকে ৩৭ রানে হারিয়ে প্রথমবারের মতো ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) প্লে-অফে উঠল সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস।

সেন্ট কিটসে বাংলাদেশ সময় মঙ্গলবার সকালে টস জিতে প্যাট্রিয়টসকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল জ্যামাইকা। প্রথম ওভারেই ছক্কা হাঁকানো গেইল ১৫ রানে জীবন পেয়েছিলেন। বাঁহাতি ব্যাটসম্যান সেটিই কাজে লাগিয়েছেন দারুণভাবে। শেষ পর্যন্ত অপরাজিত থেকে ৫৫ বলে ৪টি করে চার ও  ছক্কায় করেছেন ৭১ রান। সিপিএলে এটি ছিল গেইলের ৫০তম ম্যাচ। মাইলফলকের ম্যাচে টি-টোয়েন্টি ক্রিকেটে ৬৩তম ফিফটি করলেন ‘দ্য ইউনিভার্স বস’।

আরেক ওপেনার লুইস ৩৯ বলে ৫ চার ও ৬ ছক্কায় ৬৯ রানের এক টর্নেডো ইনিংস খেলেন। এ ছাড়া কার্লোস ব্রাফেটের ১৩ বলে ২৬ ও মোহাম্মদ নবীর ১২ বলে অপরাজিত ২৯ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২০৮ রান তোলে প্যাট্রিয়টস। এবারের সিপিএলে এটিই সর্বোচ্চ রান। স্কোরবোর্ডের চাপে ২০ ওভারে ৭ উইকেটে ১৭১ রানের বেশি করতে পারেনি জ্যামাইকা। প্যাট্রিয়টসের চায়নাম্যান বোলার তাবরাইজ শামসি ৩৫ রানে নেন ৩ উইকেট।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২২ আগস্ট ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়