ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

নেইমারের বিরুদ্ধে বার্সার আইনি ব্যবস্থা

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৩১, ২৩ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নেইমারের বিরুদ্ধে বার্সার আইনি ব্যবস্থা

নেইমার

ক্রীড়া ডেস্ক : দল বদল করে যেন বেশ বিপাকেই পড়েছেন নেইমার। ট্রান্সফার ফির রেকর্ড গড়ে পিএসজিতে যোগ দেওয়া নেইমারের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ এনেছে বার্সেলোনা। কাতালান ক্লাবটি ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের কাছে ক্ষতিপূরণ দাবি করেছে এবং চুক্তি নবায়নের জন্য দেওয়া অর্থ ফেরত চেয়েছে।

গত বছর বার্সেলোনার সঙ্গে চুক্তি নবায়ন করায় ৮৫ লাখ ইউরো বোনাস পেয়েছিলেন নেইমার। কিন্তু বছর যেতে না-যেতেই  ২২২ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে ফ্রান্সের ক্লাব পিএসজিতে যোগ দেন ব্রাজিলিয়ান তারকা। ১০ শতাংশ সুদসহ বোনাসের সেই অর্থ ফেরত চেয়েছে বার্সা।

গত ১১ আগস্ট বার্সেলোনার শ্রম আদালতে ক্ষতিপূরণ চেয়ে অভিযোগ করে রেখেছিল বার্সা। অভিযোগটি এবার স্প্যানিশ ফুটবল ফেডারেশনে পাঠিয়েছে তারা। মঙ্গলবার বার্সা এক বিবৃতিতে বলেছে, ‘নেইমার অর্থ পরিশোধ করতে না পারলে পিএসজিকে দায়িত্ব নেওয়ার অনুরোধ করছি আমরা।’




রাইজিংবিডি/ঢাকা/২৩ আগস্ট ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়