ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

স্থলমাইনে আহত ২ রোহিঙ্গা হাসপাতালে ভর্তি

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৭, ১১ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
স্থলমাইনে আহত ২ রোহিঙ্গা হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে আহত দুই জনসহ পাঁচ রোহিঙ্গাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার ভোর থেকে দুপুরের মধ্যে এদের চমেক হাসপাতালে নিয়ে আসে স্বজনরা। মিয়ানমার সেনা বাহিনীর হত্যা-নির্যাতনের মুখে পালিয়ে আসার সময় স্থলমাইন বিস্ফোরণে আহত দেশটির রোহিঙ্গা নাগরিকরা হলেন- মোহাম্মদ হাসান (২৫)ও ইউসুফ নবী (২৮)। এ ছাড়া অসুস্থ নূর হোসেন (৯), সড়ক দুর্ঘটনায় আহত মোহাম্মদ মামুন (২৫) এবং হামে আক্রান্ত ৪০ দিনের শিশু সোহানাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জহির তাদের হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন

হাসপাতাল সূত্র জানিয়েছেন, মিয়ানমারের চলমান সেনা অভিযান ও সহিংস ঘটনায় দেশটি থেকে পালিয়ে আসা গুলিবিদ্ধ, আগুনে দগ্ধ এবং বিভিন্নভাবে অসুস্থ ৯৫ জন রোহিঙ্গাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুই জন মারা গেছে।



রাইজিংবিডি/চট্টগ্রাম/১১ সেপ্টেম্বর ২০১৭/রেজাউল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়