ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

জিতবে ঢাকা দেখবে দেশ : ওয়াটসন

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:২৪, ১৩ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জিতবে ঢাকা দেখবে দেশ : ওয়াটসন

ক্রীড়া ডেস্ক : প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অংশগ্রহণ করতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার শেন ওয়াটসন। অসি অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস।

মারুকুটে এ ব্যাটিং অলরাউন্ডার বিপিএল-এ খেলতে মুখিয়ে আছেন। ঢাকা ডায়নামাইটসের অফিসিয়াল ফেসবুকে একটি ভিডিও বার্তা দিয়েছেন শেন ওয়াটসন। ভিডিওতে ওয়াটসন বলেছেন, ‘ঢাকা ডায়নামাইটসের হয়ে বিপিএল খেলতে আমি মুখিয়ে আছি। ক্রিকেটের প্রতি বাংলাদেশের দর্শকদের নিবেদন এর আগেও দেখা হয়েছে। এবার ঢাকা ডায়নামাইটসের সমর্থকদের মাতাতে আসছি। মাঠে আসুন এবং বিপিএলের উত্তেজনা অনুভব করুন।’

২০১১ বিশ্বকাপের পর বাংলাদেশ সফরে এসেছিলেন শেন ওয়াটসন। এরপর ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলেছিলেন ডানহাতি এ অলরাউন্ডার। তবে ২০১১ সালের সফর তার কাছে বিশেষ কিছু। মিরপুর শের-ই-বাংলায় বাংলাদেশের বিপক্ষে ক্যারিয়ার সেরা ১৮৫ রানের ইনিংসটি খেলেছিলেন। ৬৯ বলে সেঞ্চুরি তুলে নেওয়া ওয়াটসন ৯৬ বলে করেছিলেন ১৮৫ রান। ২২ গজের ক্রিজে ঝড় তুলে ১৫ চার ও ১৫ ছক্কায় ইনিংসটি সাজিয়েছিলেন ৩৬ বছর বয়সি এ ক্রিকেটার। ঢাকার ওই ইনিংসটিকে ভুলেননি ওয়াটসন। এবারও একই ফর্ম ধরে রাখার প্রত্যয় তাঁর, ‘শেষ বাংলাদেশ সফরে আমার দারুণ একটি মুহুর্ত রয়েছে। আমি আমার ক্যারিয়ার সেরা ইনিংসটি ওখানেই খেলেছিলাম। আশা করছি ওই ফর্ম এবারও ফিরিয়ে আনতে পারব।’

 



ভিডিও বার্তায় ঢাকা ডায়নামাইটসের স্লোগান দিতে ভুল করেননি অসি ক্রিকেটার। বলেছেন, ‘জিতবে ঢাকা দেখবে দেশ।’

২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটকেও গুডবাই বলেন শেন ওয়াটসন। এরপর খেলে যাচ্ছেন ঘরোয়া টি-টোয়েন্টির লিগগুলো। সম্প্রতি সিপিএলে খেলেছিলেন সেন্ট লুসিয়া স্টার্সের হয়ে। তবে ব্যাট-বলে সিপিএল মাতাতে পারেননি। স্মৃতিবিজড়িত বাংলাদেশে ফিরে ওয়াটসন ফর্ম ফিরে পান কিনা সেটাই দেখার।



রাইজিংবিডি/ঢাকা/১৩ সেপ্টেম্বর ২০১৭/ইয়াসিন/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়