ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘ট্র্যাক’ পরিবর্তন করে নিজেকে মানিয়ে নিচ্ছেন ইমরুল

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৩, ১৩ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘ট্র্যাক’ পরিবর্তন করে নিজেকে মানিয়ে নিচ্ছেন ইমরুল

ক্রীড়া প্রতিবেদক: ‘এ প্রশ্নটা বাদ দেই’ - ইমরুল কায়েসের এমন বায়না যে কারো মনে একাধিক প্রশ্ন তৈরি করবে। একটি প্রশ্ন নির্দ্বিধায় উঠবে, প্রশ্নটা কি ছিল?

মিরপুর শের-ই-বাংলায় ইমরুলকে জিজ্ঞাসা করা হয়েছিল, ‘টেস্ট ক্রিকেটে তামিম ইকবালের সঙ্গে আপনার উদ্বোধনী জুটি বেশ জমাট ছিল। ধারাবাহিকভাবে দুজন বড় রানের জুটি গড়তেন। দ্বিতীয় ইনিংসে আপনাদের জুটির একটি বিশ্বরেকর্ডও আছে। নয় বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন, ঘরোয়া ক্রিকেটেও আপনি পরীক্ষিত। তারপরও আপনার জায়গা থেকে সরিয়ে তিনে খেলানো হচ্ছে। বিষয়টিকে কিভাবে মূল্যায়ন করছেন?’

 


জাতীয় দলের বাঁহাতি এ ওপেনারকে এমন প্রশ্ন করা হলো, যেখানে চাইলেই তিনি ভালো উত্তর দিতে পারতেন। চাইলেই পরিসংখ্যান, পরিস্থিতির ব্যাখ্যা দিতে পারতেন। কিন্তু সেরকম কিছুই করলেন না। বরং বায়না করলেন, প্রশ্ন বাদ দিতে।’

তপ্ত দুপুরে ইমরুলের মনের বাসনা পূর্ণ হলেও ব্যাটিং অর্ডার নিয়ে তার পছন্দ জানতে চাওয়া হয়েছিল। টেপ রেকর্ডারের মতো ফের একই কথা তার কন্ঠে, ‘যেখানে দিবে ওটাই আমার পছন্দের পজিশন। আমার নির্দিষ্ট কোনো পছন্দ নেই।’

পছন্দ না থাকার কারণও ব্যাখ্যা করেন ৩০ টেস্ট খেলা এ ক্রিকেটার, ‘মানুষ হিসেবে সব কিছুই পরিবর্তন করতে হয়। একটা মানুষ তো সব সময় একটা ট্র্যাকে ঠিক থাকে না। নিজেকে নিজের সাথে মানিয়ে নিতে হয়।’

দার্শনিকের মতো করে বললেও ইমরুল এখন এ কথাই মেনে চলছেন। জাতীয় দলে টিকে থাকতে হলে তাকে চলতে হবে টিম ম্যানেজমেন্টের কথায়, করতে হবে অনেক-অনেক রান। উদ্বোধনী জুটিতে সৌম্য সরকার তামিমের সেরা সঙ্গী। টিম ম্যানেজমেন্টের চাওয়ায় ইমরুল তিনে। কিন্তু পরিসংখ্যান বলছে ইমরুল সবথেকে সফল ওপেনিংয়ে।

 


শ্রীলঙ্কা সিরিজ থেকে ইমরুল তিনে ব্যাটিং করছেন। এর আগেও চার ইনিংস ব্যাটিং করেছিলেন তিনে। ২০১৪ সালে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওই চার ইনিংসে তামিমের সঙ্গী ছিলেন শামসুর রহমান। চার ইনিংসে ইমরুলের রান ছিল এরকম- ১১৫, ২৫, ৯ এবং ২৫। চন্ডিকা হাথুরুসিংহে ওয়েস্ট ইন্ডিজ সফরে ইমরুলকে প্রথম দেখেছিলেন তিনে। দেশে ফিরে জিম্বাবুয়ে সফরে ইমরুলকে ওপেনিংয়ে পাঠিয়ে মুমিনুল হককে তিনে নিয়ে আসেন কোচ। এরপর চলতি বছরের শ্রীলঙ্কা সফরের আগ পর্যন্ত ওপেনিংয়ে নেমে ১৬ ইনিংসে ৪৪.২৫ গড়ে ইমরুলের ব্যাট থেকে আসে ৭০৮ রান।

তবুও ইমরুল এখন সাদা পোশাকে তিন নম্বরে! নিজেকে ‘আনলাকি’ বলতেও দ্বিধা করছেন না। তবে ‘আনলাকি’ বলছেন অন্য কারণে। শুনুন তার মুখ থেকেই,‘শেষ দুটি টেস্ট আমার জন্য খারাপ হয়েছে। নিউজিল্যান্ডে ইনজুরিতে পড়ি, এরপর শ্রীলঙ্কায় গিয়ে ওভাবে পারফর্ম করতে পারিনি। একটু ‘আনলাকি’ বলবো নিজেকে। ইনজুরি না হলে যে রিদমে যাচ্ছিলাম...পারফরম্যান্স আরও ভালো হতো। ইনজুরিতে থেকেও একটু সমস্যা হয়েছে।’

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৩ সেপ্টেম্বর ২০১৭/ইয়াসিন/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়