ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

‘নিরাপত্তা নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই’

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৫, ১৩ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘নিরাপত্তা নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই’

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, আসন্ন পবিত্র আশুরায় এবং শারদীয় দূর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে পুলিশ আন্তরিক। নিরাপত্তা নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই। 

ডিএমপির সদর দপ্তরে বুধবার অনুষ্ঠিত ‘নিরাপত্তা সংক্রান্ত’ সভায় কমিশনার বলেন, ‘ধর্ম যার যার উৎসব সবার। পবিত্র আশুরার মিছিলের নিরাপত্তা দিতে সব ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে। শারদীয় দূর্গাপূজায়ও নিরাপত্তা নিশ্চিত করার প্রস্তুতি রয়েছে। রাজধানীতে প্রতিমা তৈরি থেকে বিসর্জন পর্যন্ত কার কি দায়িত্ব তার নির্দেশনা দেওয়া হয়েছে। নিরাপত্তার জন্য ঢাকেশ্বরী মন্দিরে কন্ট্রোল রুম খোলা থাকবে। এখান থেকেই সব পূজাম-পের নিরাপত্তা তদারকি করা হবে। বিপুল সংখ্যক পুলিশের সঙ্গে বড় বড় পূজা ম-পে ডগ স্কোয়াড দিয়ে সুইপিং করা হবে এবং নিরাপত্তায় র‌্যাবও সার্বক্ষণিক থাকবে।’

আছাদুজ্জামান মিয়া বলেন, ‘নিরাপত্তার জন্য পূজাম-পে প্রবেশ ও বের হওয়ার জন্য আলাদা ব্যবস্থা, ম-পের ভেতরে পর্যাপ্ত আলো, অগ্নিনির্বাপক যন্ত্র রাখা, সিসিটিভি-আর্চওয়ে স্থাপন এবং পুরুষের পাশাপাশি মহিলা স্বেচ্ছাসেবক রাখতে হবে। পুরুষের সঙ্গে মহিলা স্বেচ্ছাসেবক দিয়ে মহিলাদের তল্লাশি করে ম-পে প্রবেশের ব্যবস্থা থাকবে।’

সভায় র‌্যাব, এসবি, এনএসআই, আনসার, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগ, উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, পবিত্র আশুরা মিছিল উদযাপন কমিটি, বাংলাদেশ দূর্গাপূজা উদযাপন কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/ঢাকা/১৩ সেপ্টেম্বর ২০১৭/মাকসুদ/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়