ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ভুল শুধরে ভালো করার প্রত্যয় সৌম্যর

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪২, ১৩ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভুল শুধরে ভালো করার প্রত্যয় সৌম্যর

সৌম্য সরকার

ক্রীড়া প্রতিবেদক : ব্যাটে নেই বড় ইনিংস। অনেক সময় আউটও হচ্ছেন ভুল শট খেলে। তবুও বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট দলে টিকে গেছেন সৌম্য সরকার। বাঁহাতি ব্যাটসম্যান সুযোগটা কাজে লাগাতে চান। ভুল শুধরে দক্ষিণ আফ্রিকায় ভালো কিছু করার প্রত্যয় তার কণ্ঠে।

গত মার্চে শ্রীলঙ্কা সফরে টানা তিন টেস্ট ইনিংসে ফিফটি করেছিলেন সৌম্য। এরপর সব ফরম্যাট মিলিয়ে ১৭ ইনিংসে পঞ্চাশ ছুঁতে পেরেছেন মাত্র দুবার, আয়ারল্যান্ডে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে। চ্যাম্পিয়নস ট্রফিতে চার ইনিংসে দুই অঙ্ক ছুঁতে পেরেছেন মাত্র একবার। সবশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে চার ইনিংস মিলিয়ে রান ৬০।

দক্ষিণ আফ্রিকায় খেলা আরো কঠিন হবে। সেই কঠিন চ্যালেঞ্জটা নিচ্ছেন সৌম্য, ‘কঠিন সিরিজ। তারপরও তো খেলতেই হবে! তবে কঠিনের মধ্য দিয়েই ভালো করতে পারলে সেটা বেশি ভালো হবে। বেশি মর্যাদা পাবে। নিজেকেও আত্মবিশ্বাসী মনে হবে। ওদের মাটিতে, ওদের কন্ডিশনে গিয়ে ভালো কিছু করতে পারলে আলাদা মজা থাকবে। চেষ্টা করব ভালো কিছু করার এবং পেছনের ম্যাচগুলো ভুলে যাওয়ার।’

অস্ট্রেলিয়া সিরিজে শ্রীলঙ্কা সফরের মতোই খেলতে চেয়েছিলেন সৌম্য। যতক্ষণ উইকেটে ছিলেন, ব্যাটেও বল আসছিল ঠিকমতো। কিন্তু আউট হয়েছেন ভুলের কারণে। দক্ষিণ আফ্রিকায় তিনি ভুলের পুনরাবৃত্তি চান না, ‘শ্রীলঙ্কাতে যেভাবে খেলেছি, এখানেও সেভাবে খেলতে চেয়েছি। কারণ শ্রীলঙ্কার উইকেট আর আমাদের উইকেট প্রায় এক রকম। এ কারণেই ওই ধরনের ব্যাটিংই করেছি। যতটুকু সময় উইকেটে ছিলাম, ব্যাটেও বল আসছিল। কিন্তু একটা ভুলের কারণে আউট হয়ে যাচ্ছিলাম। এটা নিয়ে কাজ করছি। দেখছি যে, এটা আমার ভুল নাকি ওরা বেশি ভালো বল করেছে। এই ভুলটা যাতে ওখানে গিয়ে না হয়, সেই চেষ্টা করছি।’

দক্ষিণ আফ্রিকায় সৌম্যকে খেলতে হবে বাউন্সি উইকেটে। বাউন্সি উইকেটে খেলতে কীভাবে পরিকল্পনা করছেন বাঁহাতি ওপেনার?  সৌম্য বললেন, ‘ওদের আর আমাদের কন্ডিশন আলাদা। বাউন্সি উইকেটে যেভাবে রান করা যায়, সেখানে ওইভাবে চেষ্টা করব। মানসিকভাবেও সেভাবে প্রস্তুত হব।’

টেস্টে এখনো তিন অঙ্ক ছোঁয়া হওয়া হয়নি সৌম্যর। চার ফিফটির সবগুলোই এ বছর। শ্রীলঙ্কায় টানা তিন ফিফটির আগে জানুয়ারিতে নিউজিল্যান্ডে করেছিলেন ক্যারিয়ার সেরা ৮৬। দক্ষিণ আফ্রিকায় তিন অঙ্ক ছোঁয়ার আক্ষেপটা দূর হবে সৌম্যর? শুনুন তার মুখ থেকেই, ‘টেস্টে তিন অঙ্ক ছুঁতে পারা বড় ব্যাপার। আমারও অনেক দিনের চেষ্টা আছে। অস্ট্রেলিয়া সিরিজে একটা পরিকল্পনা ছিল। এখানে যেহেতু পারিনি, পরের সিরিজে যাতে নিয়মিত ব্যাটিংটা ভালো করতে পারি; সেই চেষ্টা থাকবে।’

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৩ সেপ্টেম্বর ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়