ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

জন্ম তারিখ নিয়ে সমস্যা হওয়ায় যেতে পারেননি রুবেল!

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৮, ১৯ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জন্ম তারিখ নিয়ে সমস্যা হওয়ায় যেতে পারেননি রুবেল!

ক্রীড়া প্রতিবেদক : ১৬ সেপ্টেম্বর সকালে ও বিকেলে দক্ষিণ আফ্রিকা যায় বাংলাদেশের ক্রিকেটাররা। সকালে যায় ৫ ক্রিকেটার ও সন্ধ্যায় যায় ১০ ক্রিকেটার। সন্ধ্যার ফ্লাইটে মুশফিক-মুস্তাফিজদের সঙ্গে ছিলেন রুবেল হোসেনও। সবাই দক্ষিণ আফ্রিকাগামী বিমানে চেপে বসতে পারলেও রুবেলকে উঠতে দেয়নি বিমান কর্তৃপক্ষ। রুবেল হোসেনকে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে। জাতীয় দলকে বহনকারী বিমান কর্তৃপক্ষ রুবেল হোসেনকে বোর্ডিং পাস দেয়নি। দক্ষিণ আফ্রিকায় যাওয়ার ইমিগ্রেশন ক্লিয়ারেন্স ছিল না রুবেল হোসেনের। অন্য সবার ক্লিয়ারেন্স পেলেও রুবেল হোসেনের ক্লিয়ারেন্স পায়নি বিমান কর্তৃপক্ষ। এ কারণে রুবেলের বোর্ডিং পাস ইস্যু করা সম্ভব হয়নি।

কেন হয়েছে এই সমস্যা? এটা নিয়ে নানান গুঞ্জন চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ বিষয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন সুজন জানিয়েছেন, ‘একটা নুতন নিয়ম হয়েছে যে ভ্রমণকারীকে অবশ্যই ‘ওকে টু বোর্ড’ ক্লিয়ারেন্স পেপার নিয়ে সফর করতে হয়। বিমান কর্তৃপক্ষ সেটা পেয়ে থাকে। অন্য সবারটা এলেও রুবেল হোসেনের ক্লিয়ারেন্স পেপার পাওয়া যায়নি। এ কারণে রুবেল যেতে পারেনি। আমরা ক্রিকেট দক্ষিণ আফ্রিকার সঙ্গে যোগাযোগ করছি। দ্রুত বিষয়টির সমাধান হবে এবং ওই পেপার চলে আসলে আমরা তাকে বিমানে উঠিয়ে দিব।’

তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এবং ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন ভিন্ন কথা। তিনি জানিয়েছেন, জন্ম তারিখ নিয়ে সমস্যা হওয়ার কারণেই ভিসা জটিলতা তৈরি হয়েছে রুবেল হোসেনের, ‘রুবেলের ভিসা সংক্রান্ত কিছু ভুল হয়েছে। ওর জন্ম তারিখ নিয়ে একটা ঝামেলা হয়েছে। তবে এটা ঠিক করার যথেষ্ট চেষ্টা চলছে। হয়তো এক-দুই দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। রুবেল কেন ব্ল্যাক লিস্টে যাবে? বাংলাদেশের হয়ে অন্য সব দেশেই সে খেলতে গিয়েছে। ওটা একটা ভুল। এটা ঠিক হয়ে যাবে। ঠিক তো হতেই হবে। কারণ, ও আমাদের খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। ওকে বাংলাদেশের দরকার আছে। আমরা তো একটা ভুল বোঝাবুঝি মেনে নিতে পারি না।’



রাইজিংবিডি/ঢাকা/১৯ সেপ্টেম্বর ২০১৭/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়