ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

আফগান যুবাদের সঙ্গে ওয়ানডে সিরিজ

সাইফের লক্ষ্য হোয়াইটওয়াশ

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৫, ১৯ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাইফের লক্ষ্য হোয়াইটওয়াশ

সাইফ হাসান (ফাইল ছবি)

ক্রীড়া প্রতিবেদক : ২০১৮ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় যুব বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এই সিরিজে আফগান যুবাদের হোয়াইটওয়াশ করার লক্ষ্য বাংলাদেশ অধিনায়ক সাইফ হাসানের।

আগামী ২৫ সেপ্টেম্বর বাংলাদেশে পা রাখবে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। ২৮ সেপ্টেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচ। একই মাঠে ৩০ সেপ্টেম্বর, ২ অক্টোবর ও ৪ অক্টোবর হবে পরের তিন ম্যাচ। ৭ অক্টোবর পঞ্চম ও শেষ ম্যাচটি হবে ঢাকার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।

মঙ্গলবার সিলেট চলে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। যাওয়ার আগে সিরিজ নিয়ে লক্ষ্যের কথা জানালেন অধিনায়ক সাইফ, ‘অধিনায়ক হিসেবে অবশ্যই চাইব সিরিজ জিততে। যেহেতু আফগানিস্তানের সঙ্গে খেলা, একটা চেষ্টা থাকবে হোয়াইটওয়াশ করা। অবশ্যই এটা থাকবে। তবে ওরা খুব ভালো দল। অনূর্ধ্ব-১৯ দলে হলেও ভালো দল। তবে আমরা যদি আমাদের সেরা খেলাটা খেলতে পারি, তাহলে ওদের সঙ্গে জেতাটা খুব সহজ হয়ে যাবে।’

‘আমি মনে করি আমাদের দলটায় সবকিছু আছে। ভারসাম্যপূর্ণ একটা দল। ব্যাটসম্যান খুব ভালো আছে। তারপর পেস বোলার যারা আছে, আগের থেকে খুব ভালো আছে। স্পিনারও আছে কিছু খুব ভালো। আমাদের সব বিভাগেই ভালো আছে’- বলেন সাইফ।

সিরিজের আগে নিজেদের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট অধিনায়ক, ‘সব মিলিয়ে আমাদের প্রস্তুতিটা খুব ভালো। অনেক দিন থেকেই আমরা অনুশীলন করছি। এইচপি দলের সঙ্গে ছয়টার মতো ওয়ানডে ম্যাচ খেলেছি। সম্প্রতি আমরা কয়েকজন জাতীয় লিগ খেলেছি। সব মিলিয়ে ম্যাচ অনুশীলনটা খুব ভালো হয়েছে। ওয়ানডেতে আমাদের কাজগুলো যদি ঠিকভাবে করতে পারি, ইনশাল্লাহ আমাদের পক্ষে ফলাফল আসবে।’

সাইফের নিজের প্রস্তুতিটাও দারুণ হয়েছে। সোমবার শেষ হওয়া ওয়ালটন ১৯তম জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডে সেঞ্চুরি করেছেন। কিন্তু বৃষ্টির বাগড়ায় ১০৬ রানের অপরাজিত ইনিংসটা আরো বড় করার সুযোগ পাননি। ইনিংসটি নিয়ে সাইফ বললেন, ‘সন্তুষ্ট অবশ্যই, বৃষ্টি যদি না থাকত ইনিংসটা আরেকটু বড় করতে পারতাম। ম্যাচে পারফর্ম করতে পারলে আত্মবিশ্বাস বাড়ে। আর আত্মবিশ্বাস নিয়ে যেহেতু একটা সিরিজে যাচ্ছি, আশাবাদী ভালো কিছু করতে পারব।’

সিলেটে খেলাটাকে বাড়তি পাওনা হিসেবে দেখছেন সাইফ, ‘সিলেটে এমনিতেও উইকেট একটু ফাস্ট থাকে। ওইখানে যেহেতু ম্যাচ পাচ্ছি, এটা আমাদের জন্য বাড়তি পাওনা। যতটুকু পাচ্ছি আমাদের এর মধ্যেই নিতে হবে, এর মধ্যেই অর্জন করতে হবে।’

নিউজিল্যান্ডে যুব বিশ্বকাপ শুরু হবে আগামী বছরের ১৩ জানুয়ারি। মূল লক্ষ্য বিশ্বকাপ হলেও সাইফ এগোতে চান ধাপে ধাপে, ‘বিশ্বকাপ আমাদের লক্ষ্য, কিন্তু আমরা একটা স্টেপ বাই স্টেপ এগোচ্ছি। এখন আফগানিস্তান সিরিজ নিয়ে পরিকল্পনা করছি, এরপর সামনে এশিয়া কাপ আছে। স্টেপ বাই স্টেপ যদি আমরা যাই, ইনশাল্লাহ বিশ্বকাপের আগে আমাদের দল নিখুঁত হয়ে যাবে, আর আমরা ভালো কিছু করতে পারব।’ 



রাইজিংবিডি/ঢাকা/১৯ সেপ্টেম্বর ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়