ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

ভারতের পর এবার বাংলাদেশের সামনে মালদ্বীপ

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১২, ১৯ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভারতের পর এবার বাংলাদেশের সামনে মালদ্বীপ

ক্রীড়া প্রতিবেদক : সোমবার সাফ অনূর্ধ্ব-১৮ ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ। প্রথমার্ধে ভারতের বিপক্ষে ৩-০ গোলে পিছিয়ে পড়েও ৪-৩ গোলের অবিশ্বাস্য জয় পেয়েছে বাংলাদেশের যুবারা। এমন অনন্য জয়ের সুখস্মৃতি নিয়ে বুধবার আবার মাঠে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ মালদ্বীপ অনূর্ধ্ব-১৮ দল। ভুটানের থিম্পুর চাংলিমিথান স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় শুরু হবে ম্যাচটি। যা সরাসরি দেখা যাবে এই লিঙ্কে ( )।

বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে অসাধারণ জয় পেলেও মালদ্বীপ হার দিয়ে শুরু করেছে সাফ মিশন। নিজেদের প্রথম ম্যাচে তারা স্বাগতিক ভুটানের যুবাদের কাছে হেরেছে ১-০ ব্যবধানে।

এই ম্যাচকে সামনে রেখে ফুরফুরে মেজাজে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশ দলের কোচ মাহবুবুর রহমান বলেন, ‘ভারতকে হারিয়ে আমাদের শুরুটা হয়েছে দুর্দান্ত। পরের ম্যাচ মালদ্বীপের বিপক্ষে। আমরা কোনোভাবেই মালদ্বীপকে খাটো করে দেখছি না। আমরা তাদের খেলা দেখেছি। তারা খুব ভালো দল। আমরা এখন কেবল সামনের ম্যাচটি নিয়ে চিন্তা করছি। চ্যাম্পিয়নশিপের জন্য লড়াই করার ক্ষেত্রে আমরা বেশ ভালো অবস্থানে রয়েছি। শিরোপা জেতাই আমাদের লক্ষ্য। আমরা আমাদের সেরাটা দিয়েই বাকি তিনটি ম্যাচ খেলতে চাই।’

বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ দলের অধিনায়ক টুটুল আহমেদ বাদশা বলেন, ‘ভারতের বিপক্ষে প্রথমার্ধে আমরা অনেক ছোট-খাটো ভুল করেছি। মালদ্বীপের বিপক্ষের ম্যাচে আমরা সেই ভুলগুলো আর করতে চাই না। আমরা এখন টুর্নামেন্ট নিয়ে আরো বেশি আত্মবিশ্বাসী, মনোযোগী ও সিরিয়াস। বাংলাদেশের জন্য মর্যাদাকর শিরোপা জিততে আমরা বদ্ধপরিকর।’




রাইজিংবিডি/ঢাকা/১৯ সেপ্টেম্বর ২০১৭/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়