ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ন্যু ক্যাম্পে মেসির মাইলফলক

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩০, ২০ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ন্যু ক্যাম্পে মেসির মাইলফলক

ক্রীড়া ডেস্ক : মৌসুমের শুরু থেকেই অপ্রতিরোধ্য লিওনেল মেসি। রেকর্ড ভাঙা আর্জেন্টাইন এ সুপারস্টারের কাছে নতুন কিছু নয়। তবে বয়সের সঙ্গে যেন আগের চেয়ে আরও পরিণত পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী এ তারকা।

লা লিগায় গতকাল রাতে এইবারের বিপক্ষে খেলতে নেমে একাই চার গোল করলেন মেসি। এর ফলে মৌসুমের শুরুতেই দুটি হ্যাটট্রিকের দেখা পেলেন তিনি। এইবারের বিপক্ষে এক হালি গোল করে ন্যু ক্যাম্পে সব প্রতিযোগিতায় ৩০০ গোলের মাইলফলক স্পর্শ করলেন মেসি।

মাইলফলক ছোঁয়ার ম্যাচে লা লিগায় শুরুর পাঁচ ম্যাচে নিজের সর্বোচ্চ গোলের রেকর্ড ছাড়িয়ে গেলেন মেসি। এর আগে ২০১১-১২ মৌসুমে লা লিগায় প্রথম পাঁচ ম্যাচে ৮ গোল করেছিলেন মেসি। গতকাল এইবারের বিপক্ষে চার গোলের ফলে লা লিগায় প্রথম পাঁচ ম্যাচে মেসির গোল সংখ্যা দাঁড়িয়েছে ৯টিতে। এর মধ্য দিয়ে নিজের আগের রেকর্ড ভাঙলেন আর্জেন্টাইন এ তারকা।

ঘরের মাঠে ৩০০ গোলের মাইলফলক ছোঁয়ার ম্যাচে এইবারের বিপক্ষে প্রথম গোলটি পেনাল্টি থেকে পান তিনি। এরপর আর দুই গোলে লা লিগায় নিজের ২৮তম হ্যাটট্রিক উদযাপন করেন মেসি। আর ম্যাচের ৮৭ মিনিটে আর এক গোল করে ন্যু ক্যাম্পে ৩০০ গোলের মাইলফলক স্পর্শ করেন গ্রহের অন্যতম সেরা এ ফুটবলার। ২০০৫ সালের ১মে ন্যু ক্যাম্পে নিজের প্রথম গোলটি করেছিলেন তিনি।



রাইজিংবিডি/ঢাকা/২০ সেপ্টেম্বর ২০১৭/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়