ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

লড়াইয়ের প্রত্যয় মুশফিকের

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৬, ২০ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
লড়াইয়ের প্রত্যয় মুশফিকের

মুশফিকুর রহিম

ক্রীড়া প্রতিবেদক : দক্ষিণ আফ্রিকা সফর উপমহাদেশের দলগুলোর জন্য বরাবরই কঠিন। দক্ষিণ আফ্রিকায় পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাওয়া বাংলাদেশের সামনে তাই কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। তবে মুশফিকুর রহিম দারুণ আত্মবিশ্বাসী। দক্ষিণ আফ্রিকায় লড়াইয়ের প্রত্যয় বাংলাদেশের টেস্ট অধিনায়কের কণ্ঠে।

সিরিজ নিয়ে বুধবার মুশফিক বলেছেন, ‘আমাদের জন্য দারুণ একটি সিরিজ অপেক্ষা করছে। আমি মনে করি, এটা একটা দারুণ সিরিজ হবে। আমরাও চাই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভালো ক্রিকেট খেলতে।’

সাম্প্রতিক কালে বাংলাদেশ ঘরের মাটিতে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো দলকে টেস্টে হারিয়েছে। শ্রীলঙ্কাকে টেস্টে হারিয়েছে তাদের দেশে গিয়ে। ২০১৫ সালে ঘরের মাটিতে ওয়ানডে সিরিজে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকেও। দক্ষিণ আফ্রিকায় গিয়ে তাদের হারানোটা অনেক কঠিন। তবে সেই কঠিন চ্যালেঞ্জ জিততে চান মুশফিক।

‘শেষ দু্ই বছর ধরে বাংলাদেশ খুব ভালো করছে তিন ফরম্যাটের ক্রিকেটেই। দেশের মাটিতে আমরা এখন আত্মবিশ্বাসী একটা দল। কয়েকদিন আগেই আমরা অস্ট্রেলিয়াকে টেস্টে হারিয়েছি। দক্ষিণ আফ্রিকায় তাদের কন্ডিশনে আমাদের কাজটা সহজ হবে না। বাইরেও আমরা ভালো করতে চাই, এটা আমাদের পরবর্তী চ্যালেঞ্জ’- বলেন মুশফিক। 

বাংলাদেশের সফর শুরু হচ্ছে বৃহস্পতিবার তিন দিনের প্রস্তুতি ম্যাচ দিয়ে। বেনোনিতে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ক্রিকেট দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশ। প্রস্তুতি ম্যাচটাকে আত্মবিশ্বাসের জ্বালানি হিসেবে দেখছেন মুশফিক, ‘কিছুদিন ধরে আমরা অনুশীলন করছি। কাল থেকে একটা অনুশীলন ম্যাচও আছে। আশা করি, আমরা নিজেদের তুলে ধরতে পারব। আশা করছি, আত্মবিশ্বাস তৈরি হবে।’

সফরটাকে দলের তরুণ খেলোয়াড়দের জন্য ভালো সুযোগ বলে মনে করেন অধিনায়ক, ‘একাধিক তরুণ সদস্য এই সফরে আমাদের দলে আছে। তাদের খুব ভালো অভিজ্ঞতা হবে এই কন্ডিশনে খেলে। তারা নিজেদের মেলে ধরবে।’

গত আগস্টে ইংল্যান্ড সফরে নিজেদের সর্বশেষ টেস্ট সিরিজে হেরেছে দক্ষিণ আফ্রিকা। তবে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকে ভয়ংকর দল হিসেবেই দেখেন মুশফিক, ‘এটা তাদের হোম কন্ডিশন। তারা জানে পিচ ও কন্ডিশন সম্পর্কে। যদিও তারা ইংল্যান্ডে হেরেছে, তারপরও তারা ভয়ংকর প্রতিপক্ষ।’




রাইজিংবিডি/ঢাকা/২০ সেপ্টেম্বর ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়