ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বগুড়া-কক্সবাজারে দ্বিতীয় দিনের খেলাও পরিত্যক্ত

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৭, ২৩ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বগুড়া-কক্সবাজারে দ্বিতীয় দিনের খেলাও পরিত্যক্ত

ক্রীড়া প্রতিবেদক: চলছে ওয়ালটন আইওটি স্মার্ট ফ্রিজ ১৯তম জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় দিনের খেলা। চারটি মাঠে মুখোমুখি হয়েছে আটটি দল।

খুলনা ও রাজশাহীতে ঠিকমত খেলা চললেও বগুড়া ও কক্সবাজারে খেলা হচ্ছে না। বৃষ্টি এবং মাঠ ভেজা থাকায় টানা দ্বিতীয় দিনের মতো দুই মাঠের খেলা পণ্ড হয়েছে।

বগুড়ায় মুখোমুখি হওয়ার কথা ঢাকা বিভাগ ও রংপুর বিভাগের। শহীদ চান্দু স্টেডিয়ামের মাঠ খেলার অনুপযোগী। বৃষ্টিতে মাঠে জমে আছে পানি। মাঠের বিভিন্ন জায়গা হয়ে আছে কর্দমাক্ত। স্থানীয় প্রতিনিধি জানিয়েছেন, কড়া রোদ না পেলে স্টেডিয়ামে খেলা চালানো সম্ভব না। শুক্রবার প্রথম দিন বেলা ১২টা ২৫ মিনিটে খেলা পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালরা। আজ দুপুর ১টা ৩০ মিনিটে দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন তারা। ম্যাচ খেলতে না পারায় ইনডোরে অনুশীলন করেন ক্রিকেটাররা।



এদিকে কক্সবাজারে ঢাকা মেট্রোর প্রতিপক্ষ সিলেট বিভাগ। বৃষ্টির দাপটে পুরো মাঠ ভেজা। আউটফিল্ড কোনোভাবেই শুকাতে পারছেন না মাঠকর্মীরা।ফলে দুপুর ২টায় দিনের খেলা পরিত্যক্ত করেন ম্যাচ অফিসিয়ালরা।




রাইজিংবিডি/ঢাকা/২৩ সেপ্টেম্বর ২০১৭/ইয়াসিন/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়