ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

শুরু হচ্ছে কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৭, ২৪ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শুরু হচ্ছে কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল

ক্রীড়া প্রতিবেদক: ক্রীড়া সাংবাদিকদের মিলনমেলা ‘কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল’ শুরু হচ্ছে সোমবার থেকে। প্রতি বছরের মতো এবারও এ মিলনমেলার আয়োজন করে আসছে বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশন (বিএসজেএ)।

দেশের ২৪টি মিডিয়া হাউজ আট গ্রুপে বিভক্ত হয়ে এ টুর্নামেন্টে অংশ নিবে। গ্রুপ পর্বের খেলা শেষে প্রতি গ্রুপের শীর্ষ দল কোয়ার্টার ফাইনালে খেলবে।পরবর্তীতে সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

প্রতিযোগীতায় অংশগ্রহণ করছে বাংলা ভিশন, সময় টিভি, বৈশাখী টিভি, ডেইলি স্টার, ঢাকা ট্রিবিউন, সমকাল, জনকন্ঠ,  মাছরাঙা, চ্যানেল আই, এটিএন বাংলা, যমুনা টিভি, জিটিভি, একুশে টিভি, নিউজ ২৪, চ্যানেল ২৪, দ্য ইন্ডিপেনডেন্ট, নয়া দিগন্ত, কালের কন্ঠ, দৈনিক সংবাদ, জাগো নিউজ ২৪ ডটকম, বাংলাদেশ প্রতিদিন, বাসস, যুগান্তর ও আমাদের সময়। রোববার ২৪ দলের ড্র অনুষ্ঠিত হয়।


টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল ট্রফিসহ পাবে ৩০ হাজার টাকা। রানার্সআপ পাবে ১৫ হাজার টাকা। খেলাগুলো অনুষ্ঠিত হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টার্ফ মাঠে। প্রতিটি ম্যাচ হবে ৩০ মিনিটের। ১৫ মিনিট পর ১০ মিনিটের বিরতি পাবে দলগুলো।  ম্যাচে মাঠে নামতে পারবে ৬ খেলোয়াড়। তবে স্কোয়াডে থাকবে ১০ খেলোয়াড়।




রাইজিংবিডি/ঢাকা/২৪ সেপ্টেম্বর ২০১৭/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়