ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বাংলাদেশ-আফগান যুবাদের সবগুলো ম্যাচ সিলেটে

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৮, ২৪ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাংলাদেশ-আফগান যুবাদের সবগুলো ম্যাচ সিলেটে

ক্রীড়া প্রতিবেদক : পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে আগামীকাল সোমবার বাংলাদেশ সফরে আসছে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ২৮ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলবে আফগান যুবারা।

সিরিজের প্রথম চারটি ম্যাচ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হওয়ার কথা ছিল। আর পঞ্চম ও শেষ ম্যাচটি ৭ অক্টোবর হওয়ার কথা ছিল মিরপুরে। কিন্তু আজ রোববার রাতে বিসিবি এক ই-মেইল বার্তায় জানিয়েছে শেষ ম্যাচটিও হবে সিলেটে। যেহেতু আফগান যুবাদের ঢাকায় ফিরতে হচ্ছে না, তাই শেষ ওয়ানডে ম্যাচটি ৭ অক্টোবরের পরিবর্তে ৬ অক্টোবর হবে। অর্থাৎ বাংলাদেশ বনাম আফগানিস্তান যুবাদের পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

২৫ সেপ্টেম্বর বাংলাদেশে আসার পর ২৬ সেপ্টেম্বর সিলেটে যাবে আফগানিস্তান যুব দল। ২৭ সেপ্টেম্বর অনুশীলন করবে তারা। এরপর ২৮ সেপ্টেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুই দল। একই ভেন্যুতে ৩০ সেপ্টেম্বর, ২, ৪ ও ৬ অক্টোবর আরো চারটি ম্যাচ খেলবে।

৮ অক্টোবর ঢাকা ছাড়বে আফগানিস্তান যুব দল।

আফগানিস্তান দল :
নাভীদ ওবায়িদ, ইব্রাহিম জাদরান, রহমানুল্লাহ গুরবাজ, দারওয়াইস আব্দুর রসুল, পারওয়াইজ মালিকজাই, তারিক স্টানিকজাই, ইকরাম আলী খেল, নিসারুল হক ওয়াদাত, ইমরান মোহাম্মাদি, শামস উর রহমান, ইউসুফ যাযাই, ওয়াফাদার মোমান্দ, কাইস আহমদ কামাওয়াল, নাভীন উল হক মুরাদ ও আজমতউল্লাহ ওমরজাই।

কোচ : অ্যান্ডি মোলেস।



রাইজিংবিডি/ঢাকা/২৪ সেপ্টেম্বর ২০১৭/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়