ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

শেষ দুই ওয়ানডেতেও নেই ধাওয়ান

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১৪, ২৫ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শেষ দুই ওয়ানডেতেও নেই ধাওয়ান

ক্রীড়া ডেস্ক : ব্যক্তিগত কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম তিন ওয়ানডে খেলতে পারেননি শেখর ধাওয়ান। তার জায়গায় রোহিত শর্মার সঙ্গে ওপেনিংয়ে ছিলেন আজিঙ্কা রাহানে।

মাঠে ফেরার সুযোগ থাকলেও ধাওয়ানকে শেষ দুই ওয়ানডের জন্য বিবেচনায় আনেনি টিম ম্যানেজমেন্ট।  রোববার তৃতীয় ওয়ানডে জয়ের শেষ দুই ওয়ানডের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করে বিসিসিআই। শেখর ধাওয়ান জায়গা না পেলেও স্পিনার অক্ষর পাটেলকে দলে রাখা হয়েছে।

চেন্নাইয়ে প্রথম ওয়ানডের আগের দিন ট্রেণিং সেশনে ফুটবল খেলার সময় বাম পায়ের গোড়ালিতে চোট পান অক্ষর। তার রিপ্লেসমেন্ট হিসেবে রবীন্দ্রর জাদেজাকে চেন্নাই উড়িয়ে নেয়া হয়। দুই স্পিনার চাহাল ও কুলদীপ ভালো করায় জাদেজার তিন ওয়ানডের একটিও খেলার সুযোগ হয়নি। অক্ষর সুস্থ হওয়ায় স্কোয়াডের বাইরে চলে গেছেন জাদেজা।

প্রথম তিন ওয়ানডে জিতে এরই মধ্যে সিরিজ জিতে নিয়েছে ভারত। বেঙ্গালুরুতে ২৮ সেপ্টেম্বর চতুর্থ ওয়ানডে অনুষ্ঠিত হবে।

ভারতের স্কোয়াড : বিরাট কোহলি, রোহিত শর্মা, লোকেশ রাহুল, মাণিশ পান্ডে, কেদার যাদব, আজিঙ্কা রাহানে, মাহেন্দ্র সিং ধোনি, হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, জাসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব, মোহাম্মদ সামি ও অক্ষর পাটেল।



রাইজিংবিডি/ঢাকা/২৫ সেপ্টেম্বর ২০১৭/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়