ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

এনএসসির ১৪১ কোটি টাকার বাজেট অনুমোদন 

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৬, ৫ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এনএসসির ১৪১ কোটি টাকার বাজেট অনুমোদন 

নিজস্ব প্রতিবেদক : জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) জন্য ২০১৭-১৮ অর্থবছরের উন্নয়ন ও রাজস্ব খাতে মোট ১৪১ কোটি ৩০ লাখ ৬৫ হাজার টাকার বাজেট অনুমোদন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের কার্যনির্বাহী কমিটির (বাজেট) সভায় এ অনুমোদন দেওয়া হয়।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান ড. শ্রী বীরেন শিকদার সভায় সভাপতিত্ব করেন। সভায় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। এ ছাড়া কমিটির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

সভায় ২০১৬-১৭ অর্থবছরে সংশোধিত ব্যয় ২০২ কোটি ২ লাখ ৭৪ হাজার টাকা এবং ২০১৭-১৮ অর্থবছরের জন্য রাজস্ব খাতে ৪৯ কোটি ৪৩ লাখ ৯০ হাজার টাকা ও উন্নয়ন খাতে ৬৬ কোটি ৭ লাখ টাকা অনুমোদন দেওয়া হয় এ ছাড়া নিজস্ব উৎস হতে ২৫ কোটি ৭৫ লাখ ২৬ হাজার টাকার বাজেট অনুমোদন করা হয়।



রাইজিংবিডি/ঢাকা/৫ অক্টোবর ২০১৭/আসাদ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়