ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

‘রোহিঙ্গা মুসলমানদের নিয়ে রাজনীতি নয়’

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৬, ১২ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘রোহিঙ্গা মুসলমানদের নিয়ে রাজনীতি নয়’

জ্যেষ্ঠ প্রতিবেদক : ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, মজলুম রোহিঙ্গা ইস্যুটি নিতান্তই মানবিক বিষয়। রোহিঙ্গা মুসলমানদের নিয়ে রাজনীতি করা যাবে না। যেন কেউ রাজনীতি করতে না পারে সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে।

বৃহস্পতিবার বিকালে পুরানা পল্টনের আইএবি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ইউনুছ আহমাদ বলেন, ‘মিয়ানমারের জঙ্গি বৌদ্ধ মগদের হাতে প্রতিনিয়ত মুসলমানদের রক্ত রঞ্জিত হচ্ছে। সরকার মজলুম রোহিঙ্গা মুসলমানদের আশ্রয় দিয়ে বিশ্বের সাধুবাদ কুড়িয়েছেন।’ মিয়ানমার চাল কেনা নিয়ে সরকারের সমালোচনা করেন তিনি।

সভায় বক্তব্য রাখেন দলের যুগ্ম মহাসচিব অধ্যাপক এটিএম হেমায়েত উদ্দিন, দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী আশরাফুল আলম, প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, কেএম আতিকুর রহমান, আলহাজ্ব হারুন অর রশিদ, আলহাজ্ব আব্দুর রহমান প্রমুখ।



রাইজিংবিডি/ঢাকা/১২ অক্টোবর ২০১৭/নঈমুদ্দীন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়