ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

১ লাখ ৩৮ হাজার রোহিঙ্গার বায়োমেট্রিক নিবন্ধন

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৫, ১২ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
১ লাখ ৩৮ হাজার রোহিঙ্গার বায়োমেট্রিক নিবন্ধন

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ১২টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের সরকারি ব্যবস্থাপনায় ৬টি ক্যাম্পের মাধ্যমে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন কাজ এগিয়ে চলছে।

বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত বায়োমেট্রিক পদ্ধতিতে মোট ১ লাখ ৩৮ হাজার ৬৮৭ জনের নিবন্ধন করা হয়েছে।

সরকারি এক তথ্য বিবরণীতে এই তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়েছে, আজ কুতুপালং ক্যাম্পে ১ হাজার  ৭১১ জন পুরুষ ও ১ হাজার ৩৮২ জন নারী মিলে ৩ হাজার ৯৩ জন, নোয়াপাড়া ক্যাম্পে ৭২২ জন পুরুষ ও ৮৮৮ জন নারী মিলে ১ হাজার ৬১০ জন, থাইংখালী ক্যাম্পে ১ হাজার ৩২০ জন পুরুষ ও ৬৮১ জন নারী মিলে ২ হাজার ১ জন, বালুখালী ক্যাম্পে ১ হাজার ৩২৪ জন পুরুষ ও ৩৭৭ জন নারী মিলে ১ হাজার ৭০১ জন, লেদা ক্যাম্পে ৮৮৯ জন পুরুষ ও ৮৮৫ জন নারী মিলে ১ হাজার ৭৭৪ জন, কুতুপালং-২ ক্যাম্পে ৫৫৫ জন পুরুষ ও ৫১৩ জন নারী মিলে ১ হাজার ৬৮ জন এবং পুরোদিনে ৬টি কেন্দ্রে মোট ১১ হাজার ২৪৭ জনের বায়োমেট্রিক নিবন্ধন করা হয়েছে।

প্রসঙ্গত, পাসপোর্ট অধিদপ্তর এ নিবন্ধন কাজ বাস্তবায়ন করছে।




রাইজিংবিডি/ঢাকা/১২ অক্টোবর ২০১৭/হাসান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়