ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

র‍্যাঙ্কিংয়ে শীর্ষেই জার্মানি, প্রথমবার সেরা দশে পেরু

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৮, ১৬ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
র‍্যাঙ্কিংয়ে শীর্ষেই জার্মানি, প্রথমবার সেরা দশে পেরু

র‍্যাঙ্কিংয়ে সুখবর পেল পেরু

ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপ বাছাইপর্বে দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেল পেরু। ফিফা র‍্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো শীর্ষ দশে প্রবেশ করেছে দক্ষিণ আমেরিকার দেশটি।

সোমবার ফিফার প্রকাশিত নতুন র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। প্রথম ছয়টি স্থানেই কোনো রদবদল হয়নি। দুইয়ে ব্রাজিল, তিনে পর্তুগাল, চারে আর্জেন্টিনা, পাঁচে বেলজিয়াম ও ছয়ে আছে পোল্যান্ড।

এক ধাপ এগিয়ে সাতে উঠেছে ফ্রান্স। তিন ধাপ এগিয়েছে স্পেন, তারা আছে অষ্টম স্থানে। নবম স্থানে আছে রাশিয়া বিশ্বকাপ থেকে ছিটকে পড়া কোপা আমেরিকার চ্যাম্পিয়ন চিলি।

দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে বিশ্বকাপের প্লে-অফে জায়গা করে নেওয়া পেরু দুই ধাপ এগিয়ে দশে আছে। সুইজারল্যান্ড আছে একাদশ স্থানে। তিন ধাপ এগিয়ে দ্বাদশ স্থানে আছে ইংল্যান্ড।

আরো যাদের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে- ডেনমার্ক (৭ ধাপ এগিয়ে ১৯তম), স্কটল্যান্ড (১৪ ধাপ এগিয়ে ২৯তম), অস্ট্রিয়া (১৮ ধাপ এগিয়ে ৩৯তম), চেক রিপাবলিক (১২ ধাপ এগিয়ে ৪৬তম), মরক্কো (৮ ধাপ এগিয়ে ৪৮তম), প্রথমবারের মতো বিশ্বকাপের মূলপর্বের টিকিট পাওয়া পানামা ১১ ধাপ এগিয়ে ৪৯তম স্থানে আছে।

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ আগের মতো ১৯৬তম স্থানেই আছে।



রাইজিংবিডি/ঢাকা/১৬ অক্টোবর ২০১৬/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়