ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘টেস্ট ক্রিকেটকে জগাখিচুড়ি বানাবেন না’

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:২১, ১৭ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘টেস্ট ক্রিকেটকে জগাখিচুড়ি বানাবেন না’

ইয়াসিন হাসান : পরীক্ষামূলকভাবে চার দিনের টেস্টের অনুমোদন দিয়েছে আইসিসি। আগামী ২৬ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে প্রথম চার দিনের টেস্ট খেলবে।

চার দিনের টেস্ট কেমন হবে? নিয়ম-কানুনই বা কেমন হবে? রাইজিংবিডির পক্ষ থেকে ই-মেইলে জানতে চাওয়া হয়েছিল আইসিসির কাছে। ফিরতি ই-মেইলে আইসিসি জানিয়েছে, ‘এখনো চার দিনের টেস্টের নিয়ম-কানুন চূড়ান্ত হয়নি।’ বলার অপেক্ষা রাখে না, ম্যাচের দৈর্ঘ্য একদিন কমায় কিছু না কিছু পরিবর্তন আইসিসি নিয়ে আসবে।

আইসিসির নতুন এই সিদ্ধান্তকে অনেকে স্বাগত জানালেও সমালোচনা হচ্ছে বেশ। বিভিন্ন গণমাধ্যমে বর্তমান ও প্রাক্তন ক্রিকেটাররা তাদের অভিমত ব্যক্ত করেছেন। রাইজিংবিডির ক্রীড়া বিভাগ সবার অভিমত নিয়ে এসেছে এ প্রতিবেদনে। আজ প্রকাশিত হলো প্রথম পর্ব:

হিথ স্ট্রিকএকদিনে ৯৭ ওভার খেলা হলে কেমন হয়?
জিম্বাবুয়ের কোচ ডেইলি অবজারভারকে বলেছেন, ‘আমি চার দিনের টেস্টের ভক্ত। আমি প্রতি সেশনে অতিরিক্ত দশ মিনিট বেশি করে খেলানোর পরামর্শ দেব। ফলে চার দিনে অতিরিক্ত আধা ঘন্টা করে খেলার সুযোগ পাওয়া যাবে। অতিরিক্ত ত্রিশ মিনিটে সাত কিংবা তার বেশি ওভার খেলানোর সুযোগ থাকবে। ৯৭ ওভার হলে কেমন হয়? রোমাঞ্চ ছড়াতে পারে। অতিরিক্ত এ সময়টুকু ফল নিয়ে আসতে পারবে এবং এটা ম্যাচের জন্য ভালো হবে।’

ডিন এলগার: টেস্ট ক্রিকেটকে জগাখিচুড়ি বানাবেন না
চলতি বছর সাদা পোশাকে ২০ ইনিংসে ১০৯৭ রান করা ডিন এলগার চার দিনের টেস্ট নিয়ে বেশ চটেছেন। এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি পাঁচ দিনের টেস্ট বিশেষজ্ঞ নই, কিন্তু আমার মতে এটা এভাবেই চলা উচিত। আমার মতে আপনার এমন কিছু নাড়াচাড়া করা উচিত না; যেটা ভাঙেনি। আপনি যদি পুরো ক্রিকেট বিশ্ব ঘুরে দেখেন টেস্ট ক্রিকেট এখনো সর্বজনীন স্বীকৃত। আপনি যদি অস্ট্রেলিয়ায় খেলেন, আপনি যদি ইংল্যান্ডে খেলেন কিংবা দক্ষিণ আফ্রিকায় বড় কোনো দলের বিপক্ষে খেলেন; তাহলে আপনি প্রচুর দর্শক মাঠে দেখতে পাবেন। অন্য ফরম্যাটগুলোতেও পরীক্ষা হচ্ছে। আমি বুঝতে পারছি না টেস্ট ক্রিকেট কেন ভুক্তভোগী হবে। আমি খুবই প্রকৃতিবাদী। টেস্ট ক্রিকেটকে জগাখিচুড়ি বানাবেন না। আশা করছি, টেস্ট ক্রিকেট পাঁচ দিনেই রূপ পাবে।’

মাইকেল ভন: পঞ্চম দিনের অর্থ জলে গেল

ইংল্যান্ডের অ্যাশেজ জয়ী অধিনায়ক মাইকেল ভন ডেইলি টেলিগ্রাফে নিজ কলামে লিখেছেন, ‘আমার চার দিনের টেস্টের ধারণাটি পছন্দ হয়েছে। কোনো সন্দেহ নেই ভবিষ্যতে লিগগুলো চার দিনেই অনুষ্ঠিত হবে। টেস্টে ম্যাচের এখনকার গড় ৩৩১ ওভার। এটা সত্যি টেস্ট ক্রিকেটে আমাদের পঞ্চম দিনে দারুণ কিছু মুহূর্ত রয়েছে। সম্প্রতি পঞ্চম দিনের শেষ বিকেলে দারুণ কিছু নাটকীয় মুহূর্ত আমরা পেয়েছি। বিশেষ করে হেডেংলিতে ইংল্যান্ডকে হারিয়ে শেষ মুহূর্তে টেস্ট জেতে উইন্ডিজ। কিন্তু অধিকাংশ ম্যাচ চার দিনেই শেষ হয়ে যাচ্ছে। চার দিনের টেস্ট হলে দলগুলোকে একটু ভিন্নভাবে খেলতে হবে। আমি জানি অনেকেই বলছেন, টেস্ট ক্রিকেট এখনো সেরা ফরম্যাট; কারণ একমাত্র এ ফরম্যাটেই পাঁচ দিন পর্যন্ত খেলা হয়। পাশাপাশি ভিন্ন কিছুও মাথায় রাখতে হচ্ছে। চার দিনে যদি টেস্ট শেষ হয়ে যায় তাহলে পঞ্চম দিন মাঠ শূন্য থাকে। অনেককেই বলতে শুনেছি, ‘‘পঞ্চম দিনের অর্থ জলে গেল।’’ সাধারণের হয়ে চিন্তা করুন, তাহলে হয়তো ভিন্ন কিছু ভাবতেও পারবেন।’

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৭ অক্টোবর ২০১৭/ইয়াসিন/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়