ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

পাপনের চার বছর পূর্তি : সাফল্য ও ব্যর্থতা

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৪, ১৭ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পাপনের চার বছর পূর্তি : সাফল্য ও ব্যর্থতা

ক্রীড়া প্রতিবেদক : নাজমুল হাসান পাপনের নেতৃত্বে নির্বাচিত কমিটির চার বছর পূর্ণ হয়েছে। গেল চার বছরে নানা সফলতার ও ব্যর্থতার মধ্য দিয়ে গিয়েছে বিসিবির এই কমিটি। আজ মঙ্গলবার মেয়াদপূর্তি উপলক্ষ্যে সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন নাজমুল হাসান পাপন। গেল চার বছরে তাদের সাফল্য গাঁথা তুলে ধরেন।

পাপনের নেতৃত্বাধীন কমিটির আমলেই প্রথমবারের মতো ভারত সফরে যায় বাংলাদেশ। ২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পেলেও চলতি বছরের আগে বাংলাদেশকে কখনো টেস্ট খেলতে নিজেদের মাটিতে আমন্ত্রণ জানায়নি ভারত। ১৭ বছরের মাথায় টেস্ট খেলতে ভারত যাওয়াটাকে অন্যতম বড় সাফল্য হিসেবে উল্লেখ করে পাপন বলেন, ‘আমরা অন্তত একটা টেস্ট প্রথমবারের মতো ভারতে গিয়ে খেলে এসেছি। এটা আমি মনে করি মেজর ইস্যু ছিল যেটা আমরা সলভ করতে পেরেছি। এর ফলশ্রুতিতে দেখেন সামনে ২০১৯ সাল থেকে যে আমাদের নতুন এফটিপি করা হয়েছে। সেখানে কিন্তু ভারতে গিয়ে ফুল সিরিজ আছে বাংলাদেশের। প্রথম পার্টেই। ডাকে-ই নাই। এখন আমরা ফুল সিরিজ খেলতে খেলতে যাব।’

দলের সাফল্যের বিষয়ে তিনি বলেন, ‘দল ভালেণা খেলেছে, এটা তো অস্বীকার করার কোনো পথ নেই। আবার খারাপও খেলেছে। ওয়ানডেতে আমরা খুব ভালো খেলেছি। বিশ্বকাপে আমরা কোয়ার্টার ফাইনালে গেলাম। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা কোয়ালিফাই করি না, সেই জায়গায় সরাসরি গিয়েই সেমিফাইনালে যাওয়া এগুলোই মাইলস্টোন। কিন্তু দেশের মাটিতে আমরা অনেক ভাল খেলেছি। এই প্রথমবার পাকিস্তানের সাথে সিরিজ জিতেছি। এটা তো একটা বিরাট ব্যাপার। ভারত, সাউথ আফ্রিকার সাথে সিরিজ জিতেছি। এটা তো অকল্পনীয় ছিল আগে, যে আমরা সিরিজ জিতবো, হঠাৎ একটা ম্যাচ জিততাম কিন্তু কখনো সিরিজ জিতিনি।’

তিনি আরো বলেন, ‘টেস্টে আমরা এখনও পিছিয়ে আছি। তারপরও আমরা ইংল্যান্ডের সাথে একটা টেস্ট জেতা, সিরিজ ১-১ ড্র করা। অস্ট্রেলিয়ার সাথে ১-১ ড্র করা, শ্রীলঙ্কায় গিয়ে একটা জেতা, সিরিজ ড্র করা। ভাল হয়েছে। কিন্তু এখনও অনেক দূর যাওয়া বাকি। দেশের মাটিতে যত ভাল খেলি বাইরে কিন্তু অত ভাল খেলি বলা যাবে না। ভাল খেলি। কিন্তু সব জায়গায় না। ধরেন সাউথ আফ্রিকায় যে কন্ডিশন দেখছেন, এইখানটায় কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি। এবং এখানে উন্নতির অনেক জায়গা আছে। অনেক কিছু শেখার আছে। আমরা আলোচনা করছি। টিম আসলে আমরা আলোচনা করব। কী সমস্যা হচ্ছে কেন সমস্যা হচ্ছে।’

‘আমরা একটা জায়গায় পৌঁছাতে পেরেছি বাংলাদেশকে একটা জায়গায় নিয়ে যেতে পেরেছি। ওটাকে ধরে রাখাটাও একটা চ্যালেঞ্জ হবে। কারণটা আপনাদের আমি বলে দেই সামনে আইসিসি ওডিআই লিগ শুরু হচ্ছে। সবার পয়েন্ট কিন্তু জিরো দিয়ে শুরু হবে। সবার সাথে সবার খেলা হবে।’ যোগ করেন তিনি।

তাদের আমলেই বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ র‌্যাঙ্কিং অর্জন করে। সে বিষয়ে পাপন বলেন, ‘র‌্যাঙ্কিংয়ের একটা স্বপ্ন তো রয়েই গেল। আমার ইচ্ছা ছিল পাঁচে যাব। বলেছিলামও আপনাদের। পাঁচ হয়নি, পাঁচ হওয়া উচিত ছিল। না হওয়ার কোনো কারণ দেখি না। আমি আত্মবিশ্বাসী ছিলাম আমরা পাঁচে উঠে যাব। সামনে এটাই হবে চ্যালেঞ্জ, পাঁচের মধ্যে চলে আসা প্রথম ধাপে। আরেকটা সমস্যা দেখেন, আগে টিমের খেলা কম হতো। এখন যখন খেলা বেশি হচ্ছে, ফিজিক্যাল ফিটনেস হয়ে যাচ্ছে মেজর ইস্যু। দেখেন, নিউজিল্যান্ডে যখন খেলতে গেল কতগুলো প্লেয়ার ইনজুরড। ফিজিক্যাল ফিটনেস একটা বড় ইস্যু। সেট টিম যদি কন্টিনিউয়াস খেলতে থাকে, ব্রেক না দেন, সেটা কিন্তু অসম্ভব। সেপারেট টিম হওয়া উচিত। ওয়ানডে, টেস্ট ও টি-টোয়েন্টি যদি ভাগ না করি ২০১৯ থেকে আমরা প্রবলেম ফেস করবো। কারণ একই প্লেয়ারকে দিয়ে আপনি কত খেলানো যায়?’

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সাফল্য থাকলেও ঘরোয়া ক্রিকেটের গল্প কিন্তু এক প্রকার ব্যর্থতায় মোড়া। সে বিষয়ে জানতে চাইলে বিসিবি সভাপতি বলেন, ‘এটা নিয়েও আজ কথা বলেছি। আমাদের একটা গ্যাপ থেকে যাচ্ছে। ওই গ্যাপগুলো কীভাবে ইউটিলাইস করা যায়। উদাহরণস্বরুপ বলি, এই যে এখন সাউথ আফ্রিকা থেকে যখন টিম চলে আসবে। কোচরা কী করবে? খেলা নেই। কোচরা সাধারনত ছুটিতে চলে যায়। পরের সিরিজ শুরু হওয়ার দুই সপ্তাহ আগে আসবে। এই সময়ে কী হবে? এই সময়ে ধরেন ফাস্ট বোলিং ইউনিট যারা আছে তাদের দিকে একটা স্পেশাল নজর দেওয়া। কারণ তখন তো প্ল্যান চলে পার্টিকুলার সিরিজ নিয়ে। তো ওই সময় তাদের কীভাবে আরও তৈরী করে রাখা যায় সেসব ব্যাপারে আলাপ করেছি। আমরা একটা পরিকল্পনা করছি। মোটামুটি একটা সলিউশন নিয়ে আলাপ করেছি আজকে। আমরা চাই সারা বছর ধরে খেলা থাকুক আর না থাকুক; কী প্লেয়ার যারা আছে। তাদের কোচিংয়ের আওতায় রাখতে পারি সে ব্যবস্থা করবো। যারা আছে তাদের দায়িত্ব দিব। নইলে বাইরে থেকে আনতে হবে কোচ। তারা থাকবে না হয় অন্য কেউ আসবে।’



রাইজিংবিডি/ঢাকা/১৭ অক্টোবর ২০১৭/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়