ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

হাসান-ইমামের রেকর্ড

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:১৭, ১৯ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হাসান-ইমামের রেকর্ড

হাসান আলী ও ইমাম-উল-হক

ক্রীড়া ডেস্ক : দুই রেকর্ডে ভাস্বর পাকিস্কান। বল হাতে হাসান আলী এবং ব্যাট হাতে ইমাম-উল-হক রেকর্ড গড়েছেন। দুই ক্রিকেটারের দুর্দান্ত পারফরম্যান্সে তৃতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কাকে সহজেই ৭ উইকেটে হারিয়েছে পাকিস্তান।

পেসার হাসান আলী ৩৪ রানে পেয়েছেন ৫ উইকেট। এটি তার ক্যারিয়ার সেরা বোলিং ফিগার। এ ম্যাচেই ওয়ানডেতে ৫০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন হাসান। দ্রুততম পাকিস্তানি এবং সব মিলিয়ে তৃতীয় দ্রুততম বোলার হিসেবে ওয়ানডেতে ৫০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন ডানহাতি এই পেসার। শীর্ষে উঠতে হাসান আলী পেছনে ফেলেছেন স্বদেশী ওয়াকার ইউনিসকে। কিংবদন্তি ওয়াকার ২৭ ম্যাচে ৫০ উইকেটের স্বাদ পেয়েছিলেন। সেখানে হাসান আলী ২৪ ম্যাচেই গড়েছেন এমন কীর্তি।

ওয়ানডেতে দ্রুততম ৫০ উইকেট

খেলোয়াড়

দল

ম্যাচ

সময়

অজন্তা মেন্ডিস

শ্রীলঙ্কা

১৯

২৭৭ দিন

অজিত আগারগার

ভারত

২৩

১৮২ দিন

মিচেল ম্যাকক্লেনাগান

নিউজিল্যান্ড

২৩

১ বছর ২৭৮ দিন

ডেনিস লিলি

অস্ট্রেলিয়া

২৪

৮ বছর ১১৬ দিন

হাসান আলী

পাকিস্তান

২৪

১ বছর ৬১ দিন


ইমাম-উল-হক অভিষেকেই ব্যাট হাতে ১০০ রানের নজরকাড়া ইনিংস উপহার দিয়েছেন। অবশ্য ৮৯ রানে তার ইনিংসটি শেষ হয়ে যেতে পারত। চামিরার বল তার ব্যাট ছুঁয়ে উইকেটের পেছনে চলে যায় দ্রুত। উইকেটরক্ষক ডিকভেলা বল তালুবন্দি করেন ঠিকই, কিন্তু বল মাটি ছুঁয়ে তার গ্লাভসে জমা হয়। আম্পায়ার আউট দেওয়ার পরও বেঁচে যান ইমাম। এরপর দ্রুত ১১ রান যোগ করে তিন অঙ্কের ল্যান্ডমার্কে পৌঁছান ইমাম। দ্বিতীয় পাকিস্তানি ক্রিকেটার হিসেবে ওয়ানডে অভিষেকে সেঞ্চুরি পেয়েছেন ইমাম। এর আগে ১৯৯৫ সালে সেলিম এলাহি ওয়ানডে অভিষেকে সেঞ্চুরির কীর্তি গড়েন।

ওয়ানডে অভিষেকে সেঞ্চুরি

খেলোয়াড়

দল

রান

প্রতিপক্ষ

ডেনিস এমিস

ইংল্যান্ড

১০৩

অস্ট্রেলিয়া

ডেসমন্ড হেইন্স

ওয়েস্ট ইন্ডিজ

১৪৮

অস্ট্রেলিয়া

অ্যান্ডি ফ্লাওয়ার

জিম্বাবুয়ে

১১৫

শ্রীলঙ্কা

সেলিম এলাহী

পাকিস্তান

১০২

শ্রীলঙ্কা

মার্টিন গাপটিল

নিউজিল্যান্ড

১২২

ওয়েস্ট ইন্ডিজ

কলিন ইনগ্রাম

দক্ষিণ আফ্রিকা

১২৪

জিম্বাবুয়ে

রব নিকল

নিউজিল্যান্ড

১০৮

জিম্বাবুয়ে

ফিল হিউজ

অস্ট্রেলিয়া

১১২

শ্রীলঙ্কা

মাইকেল লাম্ব

ইংল্যান্ড

১০৬

ওয়েস্ট ইন্ডিজ

মার্ক চাম্পমান

হংকং

১২৪

সংযুক্ত আরব আমিরাত

লোকেশ রাহুল

ভারত

১০০

জিম্বাবুয়ে

টেম্বা বাভুমা

দক্ষিণ আফ্রিকা

১১৩

আয়ারল্যান্ড

ইমাম-উল-হক

পাকিস্তান

১০০

শ্রীলঙ্কা

 

 


রাইজিংবিডি/ঢাকা/১৯ অক্টোবর ২০১৭/ইয়াসিন/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়