ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘এটাই টেস্ট ক্রিকেটের সৌন্দর্য, বিশেষত্ব’

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৩৪, ১৯ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘এটাই টেস্ট ক্রিকেটের সৌন্দর্য, বিশেষত্ব’

ইয়াসিন হাসান : পরীক্ষামূলকভাবে চার দিনের টেস্টের অনুমোদন দিয়েছে আইসিসি। আগামী ২৬ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে প্রথম চার দিনের টেস্ট খেলবে।

চার দিনের টেস্ট কেমন হবে? নিয়ম-কানুনই বা কেমন হবে? রাইজিংবিডির পক্ষ থেকে ই-মেইলে জানতে চাওয়া হয়েছিল আইসিসির কাছে। ফিরতি ই-মেইলে আইসিসি জানিয়েছে, ‘এখনো চার দিনের টেস্টের নিয়ম-কানুন চূড়ান্ত হয়নি।’ বলার অপেক্ষা রাখে না, ম্যাচের দৈর্ঘ্য একদিন কমায় কিছু না কিছু পরিবর্তন আইসিসি নিয়ে আসবে।

আইসিসির নতুন এই সিদ্ধান্তকে অনেকে স্বাগত জানালেও সমালোচনা হচ্ছে বেশ। বিভিন্ন গণমাধ্যমে বর্তমান ও প্রাক্তন ক্রিকেটাররা তাদের অভিমত ব্যক্ত করেছেন। রাইজিংবিডির ক্রীড়া বিভাগ সবার অভিমত নিয়ে এসেছে এ প্রতিবেদনে। আজ প্রকাশিত হলো দ্বিতীয় পর্ব:

‘টেস্ট ক্রিকেটকে জগাখিচুড়ি বানাবেন না’

কেন উইলিয়ামস: খেলাটাই মূল বিষয়

নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন বলেছেন, ‘চার দিনের টেস্ট বা পাঁচ দিনের টেস্ট নিয়ে কী বলব? আমার ধারণা, চার দিনের প্রথম শ্রেণির ক্রিকেট কারও কাছেই অজানা নয়। আমি মনে করি, ক্রিকেট বিশ্বের সবাই চার দিনের প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছে। সময়ই বলে দেবে চার দিনের টেস্ট কতটুকু কার্যকর হয়। তবে পাঁচ দিনের টেস্ট সব সময়ই বেশি কার্যকর। আমরা সাম্প্রতিক সময়ে বেশ কিছু ভালো ফল পেয়েছি এবং ক্রিকেটের ব্র্যান্ড-ভেল্যুও বৃদ্ধি পাচ্ছে। চার দিনের টেস্ট নিয়ে এখনই বড় কোনো মন্তব্য করতে চাচ্ছি না। আমি মনে করি, যেভাবে চলছে চলতে দাও, খেলাটাই মূল বিষয়। তাহলেই উন্নতি সম্ভব।’

ড্যারেন লেম্যান: পাঁচ দিনের টেস্টে কিছু সদস্য বাদ হয়ে যেতে পারে

অস্ট্রেলিয়ার প্রাক্তন খেলোয়াড় ও বর্তমান কোচের দায়িত্বে থাকা ড্যারেন লেম্যান এবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি চার দিনের টেস্টের ট্রেইলার দেখতে চাই। কেন যেন মনে হচ্ছে এটা হওয়া উচিত। আমি ঐতিহ্যবাদী। আমি পাঁচ দিনের টেস্ট ভালোবাসি। কোচ হিসেবেও আমি পাঁচ দিনের টেস্ট ভালোবাসি। কিন্তু চার দিনেই যদি ফল পাওয়া যায়, তাহলে আরো একটি ম্যাচ আয়োজন করা যায়। নতুন করে সিডিউল করে টুর্নামেন্ট করা যায়। কিছু কিছু দেশে তো পাঁচ দিনের টেস্ট আয়োজন করার খরচ অনেক বেড়ে যায়। অস্ট্রেলিয়া খুব ভালো অবস্থানেই আছে। আমরা সেদিক থেকে অবশ্যেই উতরে যাব। ইংল্যান্ডও  পারবে, ভারতও পারবে। কিন্তু এভাবেই যদি চলতে থাকে তাহলে কিছু দেশ আছে যারা অর্থনৈতিকভাবে স্ট্রাগল করবে।’

ফাফ ডু প্লেসি: দীর্ঘ মেয়াদেই জাদু থাকে, হার্ড লাক

দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসি বলেছেন, ‘আমি পাঁচ দিনের টেস্টের ভক্ত। আমি বিশ্বাস করি, টেস্ট ক্রিকেটের সেরা ম্যাচগুলো পাঁচ দিনের শেষ ঘন্টায় অনুষ্ঠিত হয়েছে। এটাই টেস্ট ক্রিকেটের সৌন্দর্য, বিশেষত্ব। পুরো পাঁচ দিন লড়াই করে আপনাকে জয়ের সুযোগ তৈরি করতে হয়। বোলারদের অনেক বেশি বল করতে হয় এবং ব্যাটসম্যানদের লম্বা ইনিংস খেলতে হয়। পাঁচ দিনের টেস্ট কেন প্রয়োজন জানেন? একটি দিন বৃষ্টিতে কিংবা দুই-তিনটি সেশন খেলা না হলে পঞ্চম দিনে ফল পাওয়া যাবে। আমি পাঁচ দিনের টেস্টের পক্ষে এবং তাতেই সন্তুষ্ট।’



রাইজিংবিডি/ঢাকা/১৯ অক্টোবর ২০১৭/ইয়াসিন/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়