ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ইতিহাস গড়লেন ক্রিস লিন

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩২, ২০ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইতিহাস গড়লেন ক্রিস লিন

ক্রীড়া ডেস্ক : ইনজুরির কারণে মাঠের বাইরে ক্রিস লিন। ডানহাতি এ ওপেনারের অভাব বেশ ভালোভাবেই টের পাচ্ছে অস্ট্রেলিয়া।

শুধু অস্ট্রেলিয়া না ফ্রাঞ্চাইজিলিগগুলোতে ক্রিস লিনের অভাব অনুভব হচ্ছে। তার খেলার কথা বিপিএলে খুলনা টাইটান্সের হয়েও। কিন্তু নভেম্বর থেকে শুরু হতে যাওয়া বিপিএলেও তাকে পাচ্ছে না খুলনা।

মাঠের বাইরে থাকলেও ক্রিস লিন নতুন ইতিহাস গড়েছেন। পাঁচ বছরের জন্য বিগ ব্যাশের দল ব্রিসবেন হিট ক্রিস লিনের সঙ্গে চুক্তি করেছে। বিগ ব্যাশে এর আগে এত বড় চুক্তি কোনো ক্রিকেটারের সঙ্গে করেনি কোনো ফ্রাঞ্চাইজি। কত টাকায় চুক্তি হয়েছে তা এখনও জানায়নি ব্রিসবেন হিট। তবে অস্ট্রেলীয় গণমাধ্যমের দাবি, প্রথমবারের মতো মিলিয়ন ডলারের চুক্তি হতে যাচ্ছে।

বিশ ব্যাশের শুরু থেকেই ব্রিসবেট হিটের জার্সিতে খেলে আসছেন ক্রিস লিন। ১৫৫.০৪ স্ট্রাইক রেটে ৩৯.৪৩ গড়ে ব্রিসবেন হিটের হয়ে ১৪৫৯ রান করেছেন। ২০১৬-১৭ মৌসুমে মাত্র পাঁচ ইনিংসে করেছিলেন ৩০৯ রান। ইনজুরি থেকে দ্রুতই সুস্থ হয়ে উঠছেন অস্ট্রেলিয়ার মারকুটে এ ব্যাটসম্যান।

ক্রিস লিনের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করার পাশাপাশি নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টরি ও শেন বন্ডের সঙ্গে দুই বছরের চুক্তি করেছে দলটি। বোলিং কোচ পদে দুজনকে নিয়োগ দিয়েছে ব্রিসবেন হিট।



রাইজিংবিডি/ঢাকা/২০ অক্টোবর ২০১৭/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়