ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

রিয়ালে যেতে চান না কেন

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২২, ২১ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রিয়ালে যেতে চান না কেন

হ্যারি কেন

ক্রীড়া ডেস্ক : সম্প্রতি দারুণ ফর্মে আছেন হ্যারি কেন। ইংল্যান্ড জাতীয় দল ও ইংলিশ লিগের অন্যতম সেরা ক্লাব টটেনহামের হয়ে দাপিয়ে খেলছেন এই স্ট্রাইকার। নিজের সেরাটার জন্য গত মাসে ইংলিশ লিগে প্লেয়ার অব দ্য মান্থের পুরস্কার ওঠে তার হাতে।

ফর্মে থাকা কেনের ওপর নজর রয়েছে ইউরোপের জায়ান্ট ক্লাবগুলোর। ইউরোপের অন্যতম সেরা ক্লাব রিয়াল মাদ্রিদ তাকে দলে পেতে চাইছে। তবে রিয়ালের প্রস্তাবেও আগ্রহ দেখাচ্ছেন না তিনি। ‘ওয়ান ক্লাবম্যান’ হতে চাইছেন ইংলিশ এই তারকা।

দল পরিবর্তন নিয়ে সম্প্রতি মিররকে দেওয়া এক সাক্ষাৎকারে কেন বলেন, ‘ভবিষ্যৎ নির্ভর করে আপনার প্রতি ক্লাব ও ম্যানেজারের দৃষ্টিভঙ্গির ওপর। তবে আগেই বলেছি, আমি এখানে থাকতে চাই। কেননা আমি এখন অসাধারণ একটি ক্লাবে রয়েছি। এখানকার অনুশীলন কেন্দ্রটি অসাধারণ। নতুন স্টেডিয়াম প্রস্তুত, কোচও অসাধারণ, এবং আমরা একটি তরুণ দল পেয়েছি। তাই এখানকার হয়ে এগিয়ে যাওয়াটা অসাধারণ হবে।’

দুর্দান্ত সব গোল করার জন্য কেনের প্রতি আগ্রহী অন্য ক্লাবগুলোও। তবে তাকে অনুপ্রাণিত করতে সপ্তাহে ১ লাখ পাউন্ড বেতন দিচ্ছে উত্তর লন্ডনের ক্লাব টটেনহাম। এই ক্লাবে নিজের ভবিষ্যৎ নিয়ে কেন বলেন, ‘আমার কাছে এটা কেবল জেতা, উন্নতি করা এবং শিরোপা জয়ের ব্যাপার। আমি এই ক্লাবের হয়ে খেলা চালিয়ে যেতে চাই। ক্যারিয়ার শেষ হলে যেন পিছিয়ে তাকিয়ে আমি গর্বিত হতে পারি।’

প্রিমিয়ার লিগে ব্যাক টু ব্যাক গোল্ডেন বুট জেতা হ্যারি কেন এবার ক্লাব ও জাতীয় দলের হয়ে ১৫ ম্যাচে ১৫ গোল করেছেন।



রাইজিংবিডি/ঢাকা/২১ অক্টোবর ২০১৭/শামীম/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়