ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণাঞ্চলের ট্রেন যোগাযোগ স্বাভাবিক

শাহীন রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১৮, ২২ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণাঞ্চলের ট্রেন যোগাযোগ স্বাভাবিক

পাবনা প্রতিনিধি : প্রায় সাড়ে তিন ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

সংস্কার কাজ শেষে রোববার সকাল সাড়ে ১০টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর আগে সকাল ৭টার দিকে পাবনার চাটমোহরের চাঁদামারা এলাকায় রেললাইনের নিচ থেকে মাটি সরে যাওয়ায় ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণাঞ্চলের ট্রেন যোগাযোগ সাময়িক বন্ধ হয়ে যায়।

পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার অসীম কুমার তালুকদার জানান, অতিবৃষ্টির কারণে চাটমোহরের চাঁদামারা এলাকায় রেললাইনের নিচ থেকে মাটি সরে যায়। সকাল ৭টার দিকে রাজশাহী এক্সপ্রেস ট্রেনটি ঢাকায় যাওয়ার সময় এক দিনমজুর বিষয়টি জানতে পেরে লাল কাপড় উড়িয়ে চালককে সতর্ক করেন। ট্রেন থামার পর চালক লাইনের নিচ থেকে মাটি সরে যাওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। পরে সকাল সাড়ে ৮টার দিকে সংস্কার কাজ শুরু হয়। এ সময় চাটমোহর স্টেশনে দুটি ট্রেন আটকা পড়ে। সংস্কার কাজ শেষে সকাল সাড়ে ১০টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।




রাইজিংবিডি/পাবনা/২২ অক্টোবর ২০১৭/শাহীন রহমান/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়