ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

৩৯ গোলের ম্যাচে অবিশ্বাস্য পেনাল্টি গোল

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১১, ২৩ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৩৯ গোলের ম্যাচে অবিশ্বাস্য পেনাল্টি গোল

ক্রীড়া প্রতিবেদক : নির্ধারিত সময়ে ম্যাচ ছিল ২-২ গোলে ড্র। এরপর অতিরিক্ত সময়েও ভাঙেনি সেই সমতা। এরপর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেও সমতা সমানতালে এগিয়ে চলে। এরপর সাডেন ডেথ। সেখানেও কেউ কারে নাহি জিনে সমানে সমান। এভাবে ১৯-১৯ গোলের সমতা নিয়ে এগিয়ে চলে ম্যাচ। কিন্তু ১৯তম গোলের সময় ঘটে অবিশ্বাস্য একটা ঘটনা। 

এ সময় ব্যাংকক স্পোর্টস ক্লাবের গোলরক্ষক কিক নিতে আসেন। তিনি কিক নেন। বল সজোরে গিয়ে বারে লেগে বেশ উপরে উঠে যায়। বল সেভ হয়েছে মনে করে সাতরি অংথং ক্লাবের গোলরক্ষক বিজয়োল্লাস করতে করতে ডি বক্সের বাইরে চলে যান। এ সময় বল গোলবক্সের ভেতরে পরে টার্ন নিয়ে গোলপোস্টের দিকে ধাবিত হতে থাকে। সেটি দেখে সাতরি অংথং এর গোলরক্ষক দৌড়ে যান গোলপোস্টের দিকে। কিন্তু তিনি যাওয়ার আগেই বল জালে গিয়ে আশ্রয় নেয়। তার চোখে-মুখে নিজের প্রতি চরম ক্ষোভ প্রকাশ পায়। অন্যদিকে অবিশ্বাস্য এই গোল দেখে হাঁটু গেড়ে মাটিতে বসে পড়েন ব্যাংকক স্পোর্টস ক্লাবের গোলরক্ষক।

এরপর অবশ্য পরের শটটি মিস করে অংথং এর একজন খেলোয়াড়। আর গোল আদায় করে নেয় ব্যাংকক স্পোর্টস ক্লাব। তাতে ২০-১৯ গোলের ব্যবধানের জয় নিয়ে ফাইনালে নাম লেখায় ব্যাংক স্পোর্টস ক্লাব।

ঘটনাটি ব্যাংকের স্থানীয় ফুটবল খেলায় ঘটেছে। কাকতালীয়ভাবে অবিশ্বাস্য সেই পেনাল্টি শ্যুটআউটের দৃশ্য গ্যালারি থেকে মোবাইলে ধারণ করেছেন এক দর্শক। যার নাম ফাকাওয়াত কুনপাতে। তিনি জানিয়েছেন পেনাল্টি শ্যুটআউট লম্বা সময় ধরে চলছিল। যা দেখতে দেখতে তারা এক প্রকার বিরক্ত হয়ে গিয়েছিল। কাকতালীয়ভাবে ওই গোলটির সময় তিনি মোবাইলে ভিডিও ধারন করেন।

অবিশ্বাস্য সেই গোলের ভিডিও :



রাইজিংবিডি/ঢাকা/২৩ অক্টোবর ২০১৭/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়