ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

কোহলির ‘রাজত্ব’ পুনরুদ্ধার, ছাড়ালেন টেন্ডুলকারকে

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৪, ৩০ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কোহলির ‘রাজত্ব’ পুনরুদ্ধার, ছাড়ালেন টেন্ডুলকারকে

১০ দিনের মধ্যেই শীর্ষস্থান পুনরুদ্ধার করলেন বিরাট কোহলি

ক্রীড়া ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজটা তার দুর্দান্ত কেটেছে। এবার সেটির পুরস্কার পেলেন বিরাট কোহলি। আইসিসি ওয়ানডে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে ফিরেছেন ভারত অধিনায়ক।

গত ২০ অক্টোবর দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্সের কাছে শীর্ষস্থান হারিয়েছিলেন কোহলি। মাত্র দশ দিনের মধ্যেই তিনি হারানো ‘রাজত্ব’ পুনরুদ্ধার করলেন। সেই সঙ্গে ক্যারিয়ার সর্বোচ্চ রেটিংও অর্জন করেছেন কোহলি। সোমবার আইসিসির প্রকাশিত নতুন র‍্যাঙ্কিংয়ে ডি ভিলিয়ার্স নেমে গেছেন দুই নম্বরে। ডি ভিলিয়ার্সের থেকে কোহলি এগিয়ে এখন ১৭ পয়েন্ট। 

কোহলি নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচে করেছেন ২৬৩ রান। এর মধ্যে মুম্বাইয়ে প্রথম ম্যাচে ও , ১২১ ও ১১৩। কোহলির রেটিং পয়েন্ট এখন ৮৮৯। যেটি কোনো ভারতীয় ব্যাটসম্যানের সর্বোচ্চ। ১৯৯৮ সালে শচীন টেন্ডুলকারের ৮৮৭ ছিল আগের সর্বোচ্চ। এ বছরের শুরুতে যেটি স্পর্শ করেছিলেন কোহলি। এবার তিনি পূর্বসূরিকে ছাড়িয়েও গেলেন।

শেষ ম্যাচে ১৪৭ রানের দুর্দান্ত ইনিংস-সহ সিরিজে ১৭৪ রান করেছেন রোহিত শর্মা। ভারতীয় ওপেনার পেয়েছেন ক্যারিয়ার সর্বোচ্চ রেটিং (৭৯৯)। তবে র‍্যাঙ্কিংয়ে তিনি আগের মতো সাতেই আছেন। একই অবস্থা বাবর আজম ও কুইন্টন ডি ককের ক্ষেত্রেও। এই দুজনও অর্জন করেছেন ক্যারিয়ার সর্বোচ্চ রেটিং। তবে অবস্থানের পরিবর্তন হয়নি। ৮৪৬ পয়েন্ট নিয়ে বাবর চারে ও ৮০৮ পয়েন্ট নিয়ে ডি কক আছেন পাঁচে। যথারীতি তিনে আছেন ডেভিড ওয়ার্নার।

দক্ষিণ আফ্রিকান অধিনায়ক ফাফ ডু প্লেসি দুই ধাপ এগিয়ে অষ্টম, প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এক ধাপ এগিয়ে ১১তম, নিউজিল্যান্ডের টম ল্যাথাম ১৫ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ২৩তম, পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ তিন ধাপ এগিয়ে ৩৭তম, শ্রীলঙ্কার লাহিরু থিরিমান্নে ছয় ধাপ এগিয়ে ৪৭তম স্থানে আছেন।

ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন পাকিস্তানের পেসার হাসান আলী। ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ ক্যারিয়ার সেরা তৃতীয় স্থানে উঠেছেন। দুই নম্বরে আছেন যথারীতি দক্ষিণ আফ্রিকার স্পিনার ইমরান তাহির। অন্যান্য বোলারদের মধ্যে মিচেল স্যান্টনার দুই ধাপ এগিয়ে ১৪তম, ইমাদ ওয়াসিম ১৪ ধাপ এগিয়ে ২৭তম, অ্যাডাম মিলনে ১১ ধাপ এগিয়ে ৪২তম স্থানে আছেন।

বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে এক ধাপ অবনমন হয়েছে মুশফিকুর রহিমের। টেস্ট অধিনায়ক আছেন ১৯তম স্থানে। বোলারদের র‍্যাঙ্কিংয়ে সাকিব আল হাসানেরও এক ধাপ অবনমন হয়েছে। টি-টোয়েন্টি অধিনায়ক আছেন ২০তম স্থানে।

অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষেই আছেন পাকিস্তানের মোহাম্মদ হাফিজ। দলীয় র‍্যাঙ্কিংয়ে শীর্ষে আছে দক্ষিণ আফ্রিকা। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতেও প্রোটিয়াদের টপকাতে পারেনি ভারত।

ওয়ানডেতে ভারতীয় ব্যাটসম্যানের পাঁচ সর্বোচ্চ রেটিং পয়েন্ট

খেলোয়াড়

পয়েন্ট

প্রতিপক্ষ

ভেন্যু

তারিখ

বিরাট কোহলি

৮৮৯

নিউজিল্যান্ড

কানপুর

২৯ অক্টোবর, ২০১৭

শচীন টেন্ডুলকার

৮৮৭

জিম্বাবুয়ে

শারজাহ

১৩ নভেম্বর, ১৯৯৮

সৌরভ গাঙ্গুলি

৮৪৪

দক্ষিণ আফ্রিকা

বাদোদারা

১৭ মার্চ, ২০০০

মহেন্দ্র সিং ধোনি

৮৩৬

অস্ট্রেলিয়া

দিল্লি

৩১ অক্টোবর, ২০০৯

মোহাম্মদ আজহারউদ্দিন

৮১১

ওয়েস্ট ইন্ডিজ

কলকাতা

২৭ নভেম্বর ১৯৯৩




রাইজিংবিডি/ঢাকা/৩০ অক্টোবর ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়