ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ড্রেসিংরুমে অজ্ঞান হয়ে পড়েছিলেন আগুয়েরো

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৩২, ১৫ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ড্রেসিংরুমে অজ্ঞান হয়ে পড়েছিলেন আগুয়েরো

সার্জিও আগুয়েরো

ক্রীড়া ডেস্ক : প্রীতি ম্যাচে নাইজেরিয়ার সঙ্গে করে হেরেছে আর্জেন্টিনা। এই ম্যাচের বিরতির সময় ড্রেসিংরুমে অজ্ঞান হয়ে পড়েন আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও আগুয়েরো। সঙ্গে সঙ্গেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে।

রাশিয়ার ক্রাসনোডার স্টেডিয়ামে মঙ্গলবার ম্যাচের ৩৬ মিনিটে আগুয়েরোর গোলেই ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা। কিন্তু বাকি সময়ে চার গোল হজম করে ৪-২ গোলে ম্যাচ হারে হোর্হে সাম্পাওলির দল।

বিরতির সময় হঠাৎই ড্রেসিংরুমে অজ্ঞান হয়ে পড়েন আগুয়েরো। দ্বিতীয়ার্ধে আর তিনি মাঠে নামতে পারেননি। তার বদলি হিসেবে মাঠে নামেন দারিও বেনেদেত্তো।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) টুইট বার্তায় আগুয়েরোর অজ্ঞান হয়ে পড়ার খবর জানায়, ‘আগুয়েরো ড্রেসিংরুমে অজ্ঞান হয়ে পড়েন। সতর্কতা হিসেবে তার শারীরিক অবস্থা পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়।’

এএফএ জানিয়েছে, পরীক্ষার পরই আগুয়েরোকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়, ‘সে ইতিমধ্যেই হোটেলে সতীর্থদের সঙ্গে যোগ দিয়েছে। এখন সে পুরোপুরি সুস্থ আছে।’

আগুয়েরোর ক্লাব ম্যানচেস্টার সিটি অবশ্য বলছে, আগুয়েরো অজ্ঞান হননি। প্রিমিয়ার লিগের ক্লাবটি এক বিবৃতিতে বলেছে, ‘আগুয়েরো কখনোই অজ্ঞান হননি, তার স্বাস্থ্য পরীক্ষার জন্যই তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। এই সপ্তাহে লেস্টার সিটির বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচ সামনে রেখে ক্লাবের ডাক্তাররা তাকে আবারো পরীক্ষা করবেন।’

তথ্যসূত্র : ডেইলি মেইল, বিবিসি।



রাইজিংবিডি/ঢাকা/১৫ নভেম্বর ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়