ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ওয়ালটন জাতীয় মার্শাল আর্ট প্রতিযোগিতা চলতি মাসেই

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৪, ১৮ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ওয়ালটন জাতীয় মার্শাল আর্ট প্রতিযোগিতা চলতি মাসেই

ক্রীড়া প্রতিবেদক : ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের ব্যবস্থাপনায় চলতি মাসেই শুরু হতে যাচ্ছে ‘ওয়ালটন জাতীয় মার্শাল আর্ট প্রতিযোগিতা-২০১৭’। চারদিন ব্যাপী এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলার ৩০টির অধিক ক্লাব ও সংস্থা অংশ নিবে।

এ নিয়ে দ্বিতীয়বারের মতো জাতীয় মার্শাল আর্ট প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতা করছে ওয়ালটন গ্রুপ।

প্রতিযোগিতার বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের সাধারণ সম্পাদক হাসান উজ্জামান মনি বলেন, ‘ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় চলতি মাসের ২২ তারিখ শুরু হতে যাচ্ছে জাতীয় মার্শাল আর্ট প্রতিযোগিতা। এবারের এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলার ৩০টির অধিক সংস্থা ও ক্লাবের তিন শতাধিক প্রতিযোগী অংশ নিবে। ৮টি ক্যাটাগোরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ওয়ালটন গ্রুপ আবারো আমাদের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় ধন্যবাদ জানাই।’

ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর (হেড অব স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) প্রতিযোগিতার বিষয়ে বলেন, ‘বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের সঙ্গে এর আগেও আমরা কাজ করেছি। তারই ধারাবাহিকতায় এবারও সম্পৃক্ত হয়েছি। জাতীয় প্রতিযোগিতা একটি বড় আয়োজন। এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলার তিন শতাধিক প্রতিযোগী অংশ নিবে। আমরা চাই তরুণ খেলোয়াড়দের শরীরগঠনের পাশাপাশি নৈতিক গঠনটাও হোক। পাশাপাশি তারা আত্মরক্ষার বিষয়েও জোর দিক। যেহেতু মার্শাল আর্ট একটি আত্মরক্ষামূলক খেলা, সেহেতু তরুণদের এই খেলার প্রতি আকৃষ্ট করা উচিত। আশা করছি জমজমাট একটি প্রতিযোগিতা হবে।’

এই প্রতিযোগিতার সহযোগিতায় থাকবে ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল। আর অনলাইন পার্টনার হিসেবে থাকবে দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি.কম।



রাইজিংবিডি/ঢাকা/১৮ নভেম্বর ২০১৮/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়