ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

জামায়াত নেতা বুলবুলসহ সাতজনের রিমান্ড

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৫, ২০ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জামায়াত নেতা বুলবুলসহ সাতজনের রিমান্ড

নিজস্ব প্রতিবেদক : জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুলসহ সাত জামায়াত নেতাকর্মীর তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুনানি শেষে সোমবার ঢাকা মহানগর হাকিম কাজী কামরুল ইসলাম রিমান্ডের আদেশ দেন।

রিমান্ডে যাওয়া অপর আসামিরা হলেন, জামায়াতে ইসলামী বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির মঞ্জুরুল ইসলাম ভুইঞা, সদস্য শরিফ উদ্দিন আহমেদ, সমর্থক আব্দুস সবুর, কর্মপরিষদ সচিব মোকাররম হোসেন, সমর্থক আলাউদ্দিন ও সমর্থক মানিক মিয়া।

গত ৫ নভেম্বর রাজধানীর কদমতলী থানার এসআই আজহারুল ইসলাম আসামিদের ১০ দিন করে রিমান্ড আবেদন করেন।

রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু ও আসামি পক্ষে অ্যাডভোকেট এসএম কামাল উদ্দিন, আব্দুর রাজ্জাক, লুৎফর রহমান আজাদ রিমান্ড বাতিল চেয়ে জামিনের শুনানি করেন।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত সাতজনের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, আসামিদের বিরুদ্ধে গত ২৬ ফেব্রুয়ারি বিকেল ৫টায় রাজধানীর কদমতলী থানাধীন মাহমুদ ম্যানসনে রাষ্ট্রীয় সম্পদের ক্ষতিসাধন ও দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির জন্য গোপন বৈঠকের অভিযোগ আনা হয়। কদমতলী থানার এসআই জয় কৃষ্ণ বর্মণ এ মামলাটি দায়ের করেন।



রাইজিংবিডি/ঢাকা/২০ নভেম্বর ২০১৭/মামুন খান/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়