ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

‘লিটনকে সিরিয়াসলি নিজের খেলা নিয়ে চিন্তা করতে হবে’

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৫, ২০ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘লিটনকে সিরিয়াসলি নিজের খেলা নিয়ে চিন্তা করতে হবে’

লিটন কুমার দাস

ক্রীড়া প্রতিবেদক : ২১, ২৩, ২৩, ২১, ১১, ০- মোবাইলের ব্যালেন্স রিচার্জের কোনো গোপন নম্বর নয়, বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ব্যাটসম্যান লিটন কুমার দাসের রান এগুলো!

দক্ষিণ আফ্রিকা সফরে ভালো করতে না পারা লিটন দেশে ফিরে সিলেটে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বলেছিলেন, ‘দেশের কন্ডিশনে মানিয়ে নিতে সমস্যা হচ্ছে।’ দক্ষিণ আফ্রিকা সফর শেষ হয়েছে প্রায় এক মাস হয়ে গেল। অথচ দেশের চিরচেনা কন্ডিশনে লিটনের মানিয়ে নিতে এখনো কষ্ট হচ্ছে!

যদি কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে কষ্টই না হতো, তাহলে ওপেনিংয়ে নেমে ডানহাতি এই ব্যাটসম্যানের ব্যাটিং কেন এমন হবে? রান না পাওয়ার চেয়েও তার আউটের ধরন এবং উইকেটে থিতু হতে না পারার প্রবণতা বড় ভাবাচ্ছে ক্রিকেটবোদ্ধাদের। লিটনের দলের অধিনায়ক তামিম ইকবাল আজ স্পষ্ট করেই বলেছেন, ‘ওকে সিরিয়ালি নিজের খেলা নিয়ে চিন্তা করতে হবে।’

বিপিএলে প্রথম ম্যাচে হারার পর টানা পাঁচ ম্যাচে জয়ের স্বাদ পেয়েছে কুমিল্লা। দলের ত্রাতা হয়ে শেষ চার ম্যাচেই রান করছেন ইমরুল কায়েস। সেখানে লিটন হাঁটছেন উল্টো পথে। শুরুতেই আউট হয়ে দলকে ফেলছেন চাপে। ‘শুরুতে যদি ও এভাবে আউট হয় তবে চাপ বেড়ে যায়। দলের জন্যও সমস্যা এটা। এই ধরনের ফরম্যাটে ভালো শুরু পাওয়াটা কঠিন। কিন্তু সেটা পেলে ৪০-৫০-৬০ করা উচিত’- বলেছেন তামিম।



ছয় ম্যাচে লিটন রান করেছেন ৯৯! অনেক দলেই স্থানীয় ক্রিকেটাররা খেলতে পারছেন না নিজের পছন্দের জায়গায়, অনেকে আবার সুযোগও পাচ্ছেন না। সেখানে ম্যাচের পর ম্যাচ সুযোগ পেয়েও তা সুযোগ নষ্ট করছেন লিটন। তবে লিটনের সামর্থ্য নিয়ে দ্বিধা নেই তামিমেরও, ‘আমরা সবাই জানি লিটন তুখোড় খেলোয়াড়। ওর অনেক কিছু করার সামর্থ্য আছে। আমি আশা করব, পরে সুযোগ পেলে সে ভুলগুলো শুধরে নেবে। আশা করি, সে ব্যাপারটা ঠিকঠাক করে নেবে।’

উড়তে থাকা ঢাকা ডায়নামাইটসকে আজ মাটিতে নামিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সাকিবের ঢাকাকে হারিয়ে তামিমের কুমিল্লা উঠেছে শীর্ষে। বোলিংয়ে হাসান আলীর ৫ উইকেট ও ব্যাটিংয়ে শোয়েব মালিকের অপারাজিত ৫৪ রানের ইনিংসে কুমিল্লা জিতেছে। দুই ক্রিকেটারকে নিয়ে তামিম বলেছেন, ‘শোয়েব মালিকের কাছ থেকে আমরা এমনটাই প্রত্যাশা করি। ওর কাছ থেকে আমাদের তরুণদের অনেক কিছু শেখার আছে। আসলে টি-টোয়েন্টি যে খালি ছয়-চার মেরেই ম্যাচ জিততে হবে তা না। এভাবে করেও কিন্তু জেতানো যায়। হাসান আলী পাঁচ উইকেট পেয়েছে, পাঁচটি বোল্ড। ও খুব সিম্পল বল করেছে। ওর পরিকল্পনা ও কাজে লাগিয়েছে।’

৬ ম্যাচে ৫ জয় নিয়ে কুমিল্লা রয়েছে শীর্ষে। শীর্ষে থাকলেও তামিম এখনই নির্ভার নন। কুমিল্লার অধিনায়ক বলেছেন, ‘১২-১৪ পয়েন্ট না পাওয়া পর্যন্ত রিলাক্স হওয়ার সুযোগ নেই। এখন আমাদের ১০ পয়েন্ট। আমাদের এই ৪টা পয়েন্ট নিতে হবে। ১৪ পয়েন্ট হলে তবে নিশ্চিন্ত। সুতরাং, মোমেন্টামটা আমাদের ধরে রাখতে হবে।’



রাইজিংবিডি/ঢাকা/২০ নভেম্বর ২০১৭/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়