ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

অস্ট্রেলিয়া দলের প্রশিক্ষক বোল্ট

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০২, ২০ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অস্ট্রেলিয়া দলের প্রশিক্ষক বোল্ট

ক্রীড়া ডেস্ক : ২৩ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে অ্যাশেজ সিরিজ। এই সিরিজকে সামনে রেখে প্রস্তুতিতে কোনো ত্রুটি রাখছে না অস্ট্রেলিয়া দল। রানিং বিটুইন দ্য উইকেটের গতি বাড়াতে এবার তারা দ্বারস্ত হয়েছেন ট্রাক এন্ড ফিল্ডে গতির ঝড় তোলা উসাইন বোল্টের। ট্রাক এন্ড ফিল্ড থেকে অবসর নেওয়া বোল্ট অস্ট্রেলিয়া দলের খেলোয়াড়দের রানিং বিটুইন দ্য উইকেটের গতি বাড়ানোর দিক্ষা দিবেন। আজ সোমবার থেকেই তিনি অস্ট্রেলিয়া দলের সঙ্গে কাজ করতে শুরু করেছেন।

পৃথিবীর শ্রেষ্ঠ দৌড়বিদ বোল্ট হেরাল্ড সানকে বলেন, ‘আসলে এটা গতি বাড়ানোর বিষয়। আমি লক্ষ্য করেছি ক্রিকেটাররা যখন রান নেন তখন অনেকেই খুব বেশি গতিতে দৌড়াতে পারেন না। দৌড়ের সময় নিজেকে ঠিক মেলে ধরতে পারেননা। ভেতর থেকে বিধ্বংসী ভাবটা আসে না। তারা সব সময়ই এক প্রকার ধীর লয়ে দৌড়ায়। সেটা ঠিক করা গেলে বেশ কাজে লাগবে। আসলে আমি এমন বিষয় নিয়ে কাজ করতে চেয়েছি। সেটা করার সুযোগ পেয়ে ভালো লাগছে।’

বোল্টের বিষয়ে অস্ট্রেলিয়া দলের ব্যাটসম্যান পিটার হ্যান্ডসকম্ব বলেন, ‘তিনি আজ দৌড়ের গতি বাড়ানোর বিষয়ে আমাদের কিছু টিপস দিয়েছেন। যাতে আমরা আগের চেয়ে একটু বেশি গতিতে দৌড়াতে পারি। দৌড়ের ক্ষেত্রে প্রথম কয়েকটি কদম বেশ গুরুত্বপূর্ণ। সেটা ঠিকমতো দিতে পারলে দৌড়ের গতি বাড়ানো সম্ভব। তিনি বিশ্বের সেরা দৌড়বিদ। তার কাছে থেকে যদি কিছু শিখতে পারি সেটা আমাদের জন্য দারুণ কিছু হবে।’

৩১ বছর বয়সী বোল্ড আগস্টে লন্ডনে অনুষ্ঠিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে দৌড়ানোর পর অবসর নেন। জ্যামাইকান এই গতি তারকা ১০০ মিটার ও ২০০ মিটারের বিশ্ব রেকর্ডধারী। এ ছাড়া অলিম্পিকে আট-আটটি স্বর্ণজয়ী।




রাইজিংবিডি/ঢাকা/২০ নভেম্বর ২০১৭/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়