ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

অনুশীলনে চোট পেয়ে মাঠ ছেড়েছেন ওয়ার্নার

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:০১, ২১ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অনুশীলনে চোট পেয়ে মাঠ ছেড়েছেন ওয়ার্নার

ক্রীড়া ডেস্ক : বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে অ্যাশেজ সিরিজ। এই সিরিজকে সামনে রেখে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে। আজ মঙ্গলবার সকালে অনুশীলনে নামে অস্ট্রেলিয়া দল।

নেটে ব্যাটিং অনুশীলন শেষ করে ফিল্ডিং অনুশীলনে যান অস্ট্রেলিয়ার সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার। ফিল্ডিং অনুশীলনের সময় বেশ উঁচুতে ওঠা একটি বল নিতে গিয়ে ঘাড়ে চোট পান। এরপর অবশ্য তিনি আর অনুশীলন করেননি। ওয়ার্নার মাঠ ছাড়ার পর পরই অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যম তার ইনজুরির শঙ্কা নিয়ে খবর প্রকাশ করে। তবে যতটুকু জানা গেছে ওয়ার্নারের চোট গুরুতর নয়। বৃহস্পতিবার ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামবেন তিনি। বর্তমানে তার চোটের শুশ্রƒষা চলছে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়া দলের ফিজিওথেরাপিস্ট ডেভিড বেকলি।

চোট পাওয়ার বিষয়ে ওয়ার্নার বলেন, ‘আসলে আমার ঘাড় বেশ শক্ত। আমি বেশ উঁচুতে ওঠা একটি বল নিতে দৌড়ে গিয়েছিলাম। এমন সময় আমার ঘাড়ে কেমন যেন টনটন অনুভব করলাম। সমস্যা হচ্ছিল। তাই ফিজিওর কাছ থেকে চিকিৎসা নিয়েছি। আশা করছি পরবর্তী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ঠিক হয়ে যাবে।’

এমন ঘটনার পর প্রথম টেস্টে খেলা নিয়ে তার মনে শঙ্কা জেগেছিল কিনা? এমন প্রশ্নের জবাবে ওয়ার্নার বলেন, ‘না। আমি মনে করি না ঘাড়ের ব্যথা আমাকে খেলা থেকে বিরত রাখতে পারবে। সত্যি বলতে কী এর আগে কখনো ঘাড়ে এমন অনুভব করিনি। আরো কিছু চিকিৎসা নিব। আর রাতে গরম কাপড়ের ভাপ নিব।’



রাইজিংবিডি/ঢাকা/২১ নভেম্বর ২০১৭/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়