ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সংসদের ১৮তম অধিবেশন সমাপ্ত

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৫, ২৩ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সংসদের ১৮তম অধিবেশন সমাপ্ত

নিজস্ব প্রতিবেদক : দশ কার্যদিবস চলার পর শেষ হয়েছে জাতীয় সংসদের ১৮তম অধিবেশন। বৃহস্পতিবার অধিবেশন শেষ সংক্রান্ত রাষ্ট্রপতি আবদুল হামিদের আদেশ পড়ে শোনান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

গত ১২ নভেম্বর এই অধিবেশন শুরু হয়। সংসদের শেষ কার্যদিবসে সমাপনী বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।

স্পিকার তার সমাপনী বক্তব্যে বলেন, এই অধিবেশনে ৩টি বিল পাস হয়েছে। প্রধানমন্ত্রীর জন্য মোট ৮৭টি প্রশ্ন পাওয়া গেছে। এর মধ্যে ৩২টি প্রশ্নের জবাব দেন তিনি। বিভিন্ন মন্ত্রীরা ১ হাজার ৬৭৬টি প্রশ্নের মধ্যে ১ হাজার ৩৩৩টি প্রশ্নের জবাব দেন। এছাড়া কার্যপ্রণালী বিধির ৭১টি বিধিতে ২৮৬টি নোটিস পাওয়া যায়। নোটিসগুলো হতে ১৫টি নোটিস গৃহীত হয়েছে এবং গৃহীত নোটিসের  মধ্যে ১১টি নিয়ে সংসদের বৈঠকে আলোচনা হয়েছে।

এছাড়াও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ইউনোস্কো কর্তৃক বিশ্ব প্রামাণ্য  ঐহিত্য হিসেবে ইউনোস্কোর গ্রহণ করা এ সংক্রান্ত সংসদে সাধারণ আলোচনা হয়। আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়।

আগামী জানুয়ারিতে নতুন বছরের প্রথম অধিবেশন শুরু হবে। সংবিধান অনুযায়ী ওই অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেওয়ার পর-এর ‍ওপর আলোচনা হবে।



রাইজিংবিডি/ঢাকা/২৩ নভেম্বর ২০১৭/আসাদ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়